Festival and celebrations

8 months ago

Swami Vivekananda: স্বামীজিকে ভবতারিণীর কাছে বর চাইতে বললেন ঠাকুর! তারপর কি ঘটল?

Swami Vivekananda (File Picture)
Swami Vivekananda (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারাদেশ জুড়ে পালিত হবে বিবেকানন্দের জন্মজয়ন্তী। তিনি ভারতের কাছে এমন এক সিদ্ধ পুরুষ, যার জীবন গাঁথা সকলকেই অনুপ্রেরণা জোগায়। তাঁর জন্মবার্ষিকীতে জেনে নিন রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে যুক্ত তাঁর জীবনের একটি বিশেষ ঘটনা।

রামকৃষ্ণদেবের কাছ থেকে এই অপার স্নেহ লাভ করে বিবেকানন্দ নিজেও ঠাকুরের প্রেমে মগ্ন হয়েছিলেন। পিতার মৃত্যুর পর তিনি কোনও রকম ভাবে অর্থ উপার্জনের চেষ্টা না করে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের কাছে গিয়ে পড়ে থাকতেন। এই সময় স্বামীজির জীবনে ঘটেছিল এক অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। তাঁর সংসারে সেই সময় চরম অর্থাভাব। এক সময় বিবেকানন্দের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। স্বামীজি তখন দেখলেন যে তাঁর কাছে ওষুধ ও পথ্য কেনার মতোও টাকা নেই।

মায়ের এই কষ্ট দেখতে না পেরে অত্যন্ত ক্ষুব্ধ মনে রামকৃষ্ণদেবের কাছে গেলেন স্বামীজি। সেখানে গিয়ে তিনি প্রচণ্ড রেগে বললেন যে রামকৃষ্ণের দেখানো পথে চলে তিনি কিছুই করে উঠতে পারছেন না। নিজের পরিবারকে দেখাশোনা করার কোনও দায়িত্ব তিনি পালন করছেন না। স্বামীজি বলেন যে ঠাকুরের নাম করার বদলে আজ যদি তিনি চাকরি করতেন তাহলে মায়ের অসুখে তাঁর দেখাশোনা করতে পারতেন, তাঁর জন্য ওষুধ ও পথ্যের ব্যবস্থা করতে পারতেন।

মা কালীর পরমভক্ত রামকৃষ্ণ দেব তখন স্বামীজিকে বলেন, 'তোর মায়ের জন্য ওষুধ আর খাবার লাগবে? তোর যা চাই তুই মায়ের কাছ থেকেই চেয়ে নে না।' এই বলে মা কালীর কাছে প্রার্থনা করার জন্য স্বামীজিকে পরামর্শ দেন রামকৃষ্ণ ঠাকুর। ঠাকুরের কথামতো কালী মন্দিরে যান স্বামীজি। এক ঘণ্টা পর তিনি যখন বেরিয়ে আসেন, তখন রামকৃষ্ণদেব তাঁকে জিজ্ঞেস করেন, 'মায়ের কাছে টাকা-পয়সা খাবার-দাবার সব চেয়েছিস তো?' স্বামীজি বলেন যে তিনি এই সব কিছু চাইতে ভুলে গিয়েছেন। তখন রামকৃষ্ণদেব তাঁকে আবার মা কালীর কাছে পাঠান। কিন্তু এবার চার ঘণ্টা পরে বেরিয়ে স্বামীজি আবার বলেন যে তিনি ভুলে গেছেন। আবারও রামকৃষ্ণ ঠাকুর স্বামীজিকে মন্দিরে পাঠান। কিন্তু আবারও আট ঘণ্টা পর মন্দির থেকে বেরিয়ে এসে স্বামীজি বলেন যে মায়ের সামন বসে কিছু চাইতে তিনি ভুলে গিয়েছেন।

তখন রামকৃষ্ণ দেব বলেন, ' আমি আসলে তোর পরীক্ষা নিচ্ছিলাম। যদি তুই মায়ের কাছে কিছু চাইতিস, তাহলে তোর আর আমার সম্পর্ক আজই শেষ হয়ে যেত। একজন মূর্খই জীবনের সাধারণ প্রয়োজনগুলোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। প্রার্থনার নিজস্ব শক্তি। সেই শক্তিতেই মনের ইচ্ছে পূর্ণ হয়। কিন্তু কোনও কিছু নির্দিষ্ট ভাবে পাওয়ার জন্য যদি প্রার্থনা করো, তাহলে সেই প্রার্থনা কোনও দিন পূরণ হয় না।'


You might also like!