Festival and celebrations

1 year ago

DurgaPuja 2023 : 'ভ্যাটিকান সিটি'-র পর এবার কী চমক আনছে শ্রীভূমি স্পোর্টিং? জেনে নিন

Sree bhumi Durga Puja Theme
Sree bhumi Durga Puja Theme

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রথযাত্রার সাথে সাথে  ঢাকে কাঠি পড়ে গিয়েছে, সাথে শুরু হয়ে গিয়েছে বাঙালীর প্রানের উৎসব দূর্গাপূজার প্রস্তুতি। রথযাত্রার শুভক্ষনে বনেদি বাড়িতে কাঠমা পূজো সাথে সাথে বারোয়ারি পূজোর খুঁটি পূজোর ও শুভারম্ভ হয়ে গিয়েছে। 

বর্তমানে দূর্গাপূজোয় থিমের আধিক্য ও অভিনবত্ব চোখে পড়ার মত। শহর কলকাতার নয়ানয়া নয়ামজাদা পূজোতে থিমের যে চটক তা সত্যিই অনবদ্য। এই থিম পূজোর অন্য নাম  শ্রীভূমীর স্পোর্টিং ক্লাব। প্রতি বছরেই অভিনব থিম দেখা যায় শ্রীভূমীর স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয়। গত কাল রথযাত্রায় প্রথা মেনে খুঁটি পূজোর সাথে সাথে এবারের পুজোর থিম ঘোষণা করে দিল শ্রীভূমী স্পোর্টিং ক্লাব। গতবছর ভ্যাটিকান সিটিকে থিম করে তাক লাগিয়ে দিয়েছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব। 

এবারে তাদের থিম ডিজনিল্যান্ড। বিশ্বে যে কয়টি থিম পার্ক রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ডিজনিল্যান্ড। এবার  পূজোর কটা দিন সেই ডিজনিল্যান্ডের মজা পাওয়া যাবে কলকাতাতেই।আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই ডিজনিল্যান্ড বেশ চর্চিত বিষয়। ক্যালিফোর্নিয়ার আনাহেইম শহরের স্যান্টা এনা ফ্রিওয়ের কাছে ১৬০ একরের জমিতে ডিজনিল্যান্ড করা হয়েছে। ১৯৫৪ সাল থেকে এর নির্মাণকাজ শুরু হয়। আমরা যে বিশ্বখ্যাত ডিজনিল্যান্ডের সঙ্গে পরিচিত তা ওয়াল্ট ডিজনির পরিকল্পনা। বারেবারেই থিমের দিক থেকে কলকাতার যে কোনও বড় ক্লাবকে টেক্কা দিয়ে থাকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব। আর এবারও তার ব্যাতিক্রম হবে না বলেই আশাবাদী সুজিত বাবু। 

মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিনেতা অঙ্কুশ, অভিনেত্রী ঐন্দ্রিলা বিধাননগর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী সহ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের  সদস্যরা। সেই অনুষ্ঠানে খুঁটি পুজোর পর এই থিমের কথা ঘোষণা করেন সুজিত বসু। 

প্রসঙ্গত, প[রতি বছরই থিমে চমক থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। বাহুবলী থেকে ভ্যাটিকান সিটি , এবার কখন হিরের সাজে সেজে ওঠেন মা উমা। এবার ও থিম ঘোষনা হবার পর আবার ও চর্চায় উত্তর কলকাতার এই নামজাদা পূজো। আর কয়েক মাসের অপেক্ষা আর তার পরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃবন্দনায় রুপ পাবে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড। কচিকাচাদের হাতের কাছে এসে যাবে স্বপ্নের ডিজনিল্যান্ড।

You might also like!