Festival and celebrations

10 months ago

Narendra Modi : নব নির্মিত রাম মন্দিরে রাম লালা যাবেন মোদির কাঁধে চেপে

Narendra Modi (Collected)
Narendra Modi (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২২ জানুয়ারি সেই রাম মন্দিরের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সংবাদ পত্রের সূত্র অনুসারে কেবল উদ্বোধনই নয়, জানা যাচ্ছে রামলালার মূর্তি অস্থায়ী মন্দির থেকে রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাবেন মোদিই। প্রায় ৫০০ মিটার পথ তিনি খালি পায়ে মূর্তি হাতে হাঁটবেন। এমনই প্রস্তাব তাঁকে দিতে চলেছে মন্দিরের ট্রাস্ট।

জানা যাচ্ছে, মোদির পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  এবং আরএসএস মৌহন ভাগবতও সেই সময় মোদির পাশে থাকবেন। ২২ জানুয়ারি মন্দিরের পুজোতে যজমানের দায়িত্বও পালন করবেন মোদি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দিরই হবে। সেই ঐতিহাসিক রায় মেনে গত বছর ৫ আগস্ট রামমন্দিরের ভূমিপুজো হয়। মন্দিরের শিলান্যাস করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  এদিকে মুসলিম পক্ষ চাইছে, মোদি যেভাবে মন্দিরের শিলান্যাস করেছেন, সেভাবে মসজিদেরও শিলান্যাস করুন।

ভোটের মুখে ইন্ডিয়া জোটকে টেক্কা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির প্রধান অস্ত্রই হতে চলেছে এই রাম মন্দির। এই মন্দির নির্মাণকে সামনে রেখে আসন্ন লোকসভা  নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্য নিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব।

You might also like!