Festival and celebrations

1 year ago

Kaushiki Ambasya: কৌশিকী অমবস্যায় তারাপীঠে ভক্তদের জন্য হাওড়া থেকে স্পেশ্যাল এক্সপ্রেস চালাচ্ছে রেল

Special Train for Koushiki Ambasya
Special Train for Koushiki Ambasya

 

দুরন্ত বার্তা ডিজিটালঃ কৌশিকী অমাবস্যা ঘিরে ইতিমধ্যেই তারাপীঠে প্রস্তুতি তুঙ্গে। এই মর্মে বড় সিদ্ধান্তের ঘোষনা করল পূর্ব রেল।চলবে বিশেষ ট্রেন। এদিনই বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়ে দিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ঠিক হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষে ১৪ তারিখ, ১৫ তারিখ ও ১৬ তারিখ চলবে বিশেষ ট্রেন। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত চলবে বিশেষ এক্সপ্রেস ট্রেন। এই তিনদিন এই স্পেশ্যাল এক্সপ্রেস সকাল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে হাওড়া থেকে। দাঁড়াবে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুশকরা, বোলপুর ও সাঁইথিয়া স্টেশনে। 

ট্রেনটি রামপুরহাট পৌঁছাবে সকাল ৯টা বেজে ৫০ মিনিটে। যদিও একই ট্রেনই একইদিনে ফের ফিরে আসবে হাওড়ায়। এই স্পেশ্যাল ট্রেনটিই আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার রামপুরহাট থেকে ছাড়বে বেলাতেই। হাওড়া ঢুকবে দুপুর ৩টে বেজে ৫ মিনিটে। প্রসঙ্গত, কৌশিকী অমাবস্যায় প্রতিবছরই তারাপীঠে ভিড় করেন প্রচুর মানুষ। ট্রেনে টিকিটের জন্য হাহাকার শুরু হয়ে যায়। সেখানেই রেলের এই সিদ্ধান্তে উপকৃত হবেন অনেকেই। 

প্রসঙ্গত, সাম্প্রতিককালে হাওড়া-বর্ধমান শাখায় প্রতি সপ্তাহেই প্রায় বাতিল থাকছে একগুচ্ছ লোকাল। ভোগান্তি বাড়ছে যাত্রীদের। সেখানে কৌশিক অমবস্যায় তারাপীঠে মানুষের ঢল সামলাতে রেলের এই উদ্যোগকে সাধু বাদ জানিয়েছেন অনেকেই। 

You might also like!