Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Pujo Skin Care by Curd: পুজো স্পেশাল স্কিন কেয়ারে ভরসা রাখুন দইয়ে

Pujo Special Skin Care by Curd (File Picture)
Pujo Special Skin Care by Curd (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনের পুজোয় প্রত্যেকে মহিলারাই চাইবেন তাঁর প্রেমিক, স্বামীর সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়ে তাঁর মন জিতে নিতে। আর যে মহিলারা সিঙ্গেল আছেন তারাতো চাইবেনই এই পুজোয় একটু সিঙ্গেল থেকে মিঙ্গেলের দিকে হাঁটতে। তাই প্রত্যেক মহিলাই সেইমত সেইমত নিজেদের বিউটি কেয়ার করবেন। কিন্তু একটু ভুল হয়ে যায় যখন আপনারা স্কিন কেয়ারের জন্য অত্যধিক পরিমাণে দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে মুখে মাখেন। সেগুলো আদতে সাময়িকভাবে  উপকার করতে সক্ষম। তবে নিজের ত্বকের যত্ন নিতে এবার ভরসা রাখুন দইয়ে। 

ত্বকের পরিচর্চায় দই 

দইতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। সেই সঙ্গে ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতেও এর জুড়ি মেলা ভার। গবেষণায় উল্লেখিত তথ্য অনুযায়ী, টক দইয়ে উপস্থিত প্রোবায়োটিক্স ত্বকের সার্বিক স্বাস্থ্য ফেরাতে কার্যকরী ভূমিকা নেয়। 

বাড়তি গুণ

টক দইয়ে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাট, মিনারেলের সন্ধান মেলে। এছাড়াও এতে একাধিক গুরুত্বপূর্ণ উপাদানের খোঁজ মেলে, যা শরীরের পাশাপাশি ত্বকের স্বাস্থ্য় ফেরাতেও সিদ্ধহস্ত। ​গবেষণায় দেখা গিয়েছে যে, টক দইয়ের ফেস মাস্ক মুখে লাগালে ত্বকের টানটান ভাব বজায় থাকে। শুধু তাই নয়, দইয়ের গুণে প্রিম্যাচিওর স্কিন এজিংয়ের ফাঁদেও পড়তে হয় না আপনাকে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ঠিক থাকবে। সেই সঙ্গে জৌলুস বাড়বে খুব অল্প সময়েই।

এই পুজোতে কিভাবে করবেন দইয়ের ব্যাবহার? 

টক দইকে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহার করুন।

করতে পারেন ত্বক এক্সফোলিয়েশন।

দইয়ের ফেসপ্যাকও খুব কার্যকরী।

ব্যবহারের নিয়ম

পুজোর আগে ৬ দিন এই ফেস মাস্কটি ব্যবহার করতে পারেন আপনি। সেক্ষেত্রে আপনার প্রয়োজন ১ টেবিল চামচ টক দই, ২ চামচ বেসন এবং ১ চিমটে হলুদ।

একটি পাত্রে প্রতিটি উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি ঘন মিশ্রণ তৈরি হবে। সেই মিশ্রণ আপনার মুখে লাগান। ১০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।

You might also like!