Festival and celebrations

1 year ago

Kolkata Police: পুজোয় যান নিয়ন্ত্রণের জন্য ১৮ হাজার গেঞ্জি এবং টুপির বরাত

Kolkata Police
Kolkata Police

 

কলকাতা, ৩০ সেপ্টেম্বর  : পুজোর দিন যত এগোচ্ছে, তত বাড়ছে রাস্তায় ভিড়। ততই ব্যস্ত হয়ে পড়ছে ট্রাফিক বিভাগ৷ এই পরিস্থিতি বলে দিচ্ছে পুজোর ক'দিন ভিড় আরও বাড়বে৷ তাই চিন্তা বাড়ছে লালবাজারের বড়কর্তাদের। যান নিয়ন্ত্রণের জন্য এবার স্বেচ্ছাসেবকদের জন্য ১৮ হাজার গেঞ্জি এবং টুপির বরাত দেওয়া হল ৷

গত কয়েক বছরে লালবাজারে ট্রাফিক পুলিশের সংখ্যা ক্রমশই কমছে ৷ নতুন নিয়োগ না-হওয়ায় স্বেচ্ছাসেবকরাই ভরসা পুলিশ কর্তাদের। লালবাজার সূত্রের খবর, এবার পুজোয় কলকাতা পুলিশকে ভিড় সামলাতে সাহায্য করবেন প্রায় ১৫ হাজার সেচ্ছাসেবক। তাঁদের জন্য বিশেষ গেঞ্জি এবং টুপির বরাত দেওয়া হয়েছে৷

মহালয়ার পর থেকেই পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবকদের রাস্তায় নামিয়ে দিতে চায় লালবাজার। পুলিশ কর্মীরা ওই স্বেচ্ছাসেবকদের হাতে ধরে ভিড় সামলানোর কৌশল শেখাবেন। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে দড়ি ফেলার মতো কাজ কী করে দ্রুত করা যায় তাও শেখানো হবে।


You might also like!