Festival and celebrations

10 months ago

Sabuj Kali Puja 2023:হরিপালে প্রাচীন 'সবুজ কালী'র পুজো প্রস্তুতি তুঙ্গে

Sabuj Kali Puja 2023
Sabuj Kali Puja 2023

 

হুগলি : হুগলির হরিপাল থানার শ্রীপতিপুর পশ্চিম গ্রামের প্রাচীন ‘সবুজ কালী’র পুজো প্রস্তুতি তুঙ্গে। ৭০ বছর বয়স হল ওই পুজোর।কালো কিংবা নীল নয়। দেবীর গায়ের রং সবুজ। পুজো পদ্ধতি এবং ভোগেও রয়েছে হাজারও ব্যতিক্রমী ছোঁয়া। এই গ্রামের অধিকারী পরিবারের আরাধ্যা ‘সবুজ কালী’। ভূত চতুর্দশীর রাতে ১৪ প্রদীপ জ্বালিয়ে মানত করেন।

স্থানীয়দের বিশ্বাস, ১৪ প্রদীপ জ্বালিয়ে মানত করলে ইচ্ছাপূরণ হয়। তাই ভিড় জমান বহু পুণ্যার্থী। দীপান্বিতা অমাবস্যায় বিশেষ ষোড়শ উপাচারে পুজো হয়। হোমও হয়। পুজোর রাতে টানা তিন ঘণ্টা বাঁশি বাজিয়ে শোনানো হয়। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত একটানা বাজে বাঁশি। ওই দিন ভোগে আবশ্যক ইলিশ মাছ।

You might also like!