Breaking News
 
Partha Chatterjee: মমতাকে বিস্ফোরক চিঠি পার্থর: 'অন্য অভিযুক্তদের পাশে দল থাকে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?' Amit Shah: 'সবাইকে খুঁজে বের করুন'! দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহের জরুরি বৈঠক, তদন্তে গতি বাড়ানোর নির্দেশ Delhi Blast: বিস্ফোরক তথ্য হাতে! লালকেল্লার চক্রীদের পরবর্তী নিশানায় ছিল দিওয়ালি, প্রজাতন্ত্র দিবস Patha Chatterjee: তিন বছর পর নিজের বাড়িতে পার্থ,ঘরে ঢুকতেই উঠল ‘জিন্দাবাদ’ স্লোগান—আবেগতাড়িত প্রাক্তন মন্ত্রী! Pakistan car blast: পাকিস্তানে জো়ড়া হামলা—ইসলামাবাদে প্রাণহানি ১২, খাইবারে পাক সেনার কনভয় হামলায় আহত ১৬! IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের

 

Festival and celebrations

2 years ago

Narendra modi : দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

PM modi extends greetings on occassion of Navaratri (File Picture)
PM modi extends greetings on occassion of Navaratri (File Picture)

 

নয়াদিল্লি, ১৫ অক্টোবর  : নবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নবরাত্রির সূচনার দিনে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর সুখ, সৌভাগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

এদিন ধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি হিন্দিতে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “শক্তি প্রদায়িনী মা দূর্গা সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও সুস্বাস্থ্য। জয় মাতা দি!” নয় দিনের নবরাত্রি উৎসবে ভক্তরা মা দুর্গার নয়টি অবতারের পুজো করে থাকে তাঁর আশীর্বাদ পাওয়ার আশায়। ভক্তরা এই নয়দিন বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে উপবাস পালন করে থাকে। এছাড়া প্রতিটি দেবীর উদ্দেশে শ্লোক পাঠ করে থাকে ভক্তরা। সকলেই এই নয়দিনে নতুন পোশাক পরে ভোগ নিবেদন করে। এই নয়টি দিনে সকলে তাদের বাড়িঘর পরিস্কার রাখে। ভক্তরা তাদের প্রার্থনা উজাড় করে দেয়। সকলে এসময়ে আনন্দময় ও পরিপূর্ণ জীবন পাওয়ার জন্য দেবীর কাছে প্রার্থনা করে। নবরাত্রির ১০ তম দিনে দশেরা বা বিজয়া দশমী হিসাবে পালিত হয়। উত্তর ভারতে নবরাত্রির সময় রামলীলার আয়োজন করা হয়।

You might also like!