Festival and celebrations

2 months ago

Durga Puja 2024: অজয়কে চিমটি কাজলের! মহাষ্টমীতে কেন মেজাজ হারালেন অভিনেত্রী?

Kajal-Ajay
Kajal-Ajay

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আলোক সজ্জায় সেজে ওঠে কলকাতা। মহানগর জুড়ে চলে আনন্দের রশনায়। আর সেই আমেজই দেখা যায় মুম্বইয়ের বুকে রানি মুখাজ্জির বাড়ির দুর্গাপুজোতে। সেই বাড়ির পুজোয় মহাষ্টমীতেই মেজাজ হারালেন কাজল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও-তে দেখা যাচ্ছে, এ দিন স্বামী অজয় দেবগণের সঙ্গে ছবি তুলতে গিয়ে যা কাণ্ড করলেন অভিনেত্রী তা দেখে তো সকলের চোখ কপালে। পাশাপাশি দাঁড়িয়ে জোরে চিমটি কাটলেন অজয়ের হাতে। যা চোখ এড়ায়নি ছবি শিকারীদের। সঙ্গে সঙ্গে ছবি তুলে ফেলেন তাঁরা। তবে সেটা যদিও খুব একটা বড় ব্যাপার না। আসলে কাজলেরর কাঁধে হাত রেখে ক্যামেরার সামনে সঠিক পোজ দেওয়ার জন্যই কাজটি করেছেন অভিনেত্রী।

You might also like!