Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Festival and celebrations

9 months ago

Payal as Durga: মহালয়ায় আর অভিনেত্রী না, এবার পর্দায় দাপাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ পায়েল!

Payal as Durga (Symbolic Picture)
Payal as Durga (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আর মাত্র ২০ দিনের অপেক্ষা, তারপরই মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন মা দুর্গা। মহালয়ার দিন থেকেই পুজো মণ্ডপে চলবে ভিড়। এই পরিস্থিতিতে পুজো মণ্ডপে যেমন রয়েছে কর্মব্যস্ততা, তেমনি সমস্ত চ্যানেলে চলছে মহালয়ার শুটিং। এবার এই মহালয়াতেই ডাক পেলেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ পায়েল। আধুনিক থেকে শুরু করে আঞ্চলিক, ধ্রুপদী সমস্ত নাচের ছন্দেই মন মুগ্ধ করেছেন পায়েল বসাক ও দ্বৈপায়ন চৌধুরী। আর সেই পায়েলই এবার 'সান বাংলা'-র দুর্গা

পায়েল বলছেন,'আমার এবং দ্বৈপায়নের ইউটিউব চ্যানেল রয়েছে। মহালয়ার আগে আমরা পরিকল্পনা করেছিলাম, একটা মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠান আয়োজন করার। আমাদের কাজ যখন এগোচ্ছে, কয়েকটা প্রোমো বেরিয়েছে। তখনই চ্যানেলের তরফ থেকে যোগাযোগ করা হয় আমাদের সঙ্গে। শুনেই রাজি হয়ে গিয়েছিলাম বটে, কিন্তু এটা ছিল আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। যাঁর কাছে আমরা বিপদে পড়ে ছুটে যাই, সেই চরিত্রকে ফুটিয়ে তোলা সহজ নয়। তাও আবার পর্দায়। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। যখন দুর্গার সাজে শ্যুটিং করছিলাম, মনে হচ্ছিল আমি আর পায়েল নেই। ওই শক্তিরই একটা অংশ হয়ে উঠেছি। এ এক অদ্ভূত অভিজ্ঞতা। অনেক আশীর্বাদ থাকলেই বোধহয় এই সুযোগ পাওয়া যায়।'

You might also like!