Festival and celebrations

1 year ago

Sawan 2023: বাংলার অন্যতম শিবমন্দির 'তারকেশ্বর'! কেন 'শ্রাবণ' মাসে এখানে ছুটে আসেন ভক্তরা?

Tarakeshwar Temple (File Picture)
Tarakeshwar Temple (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলার অন্যতম জনপ্রিয় মন্দির তারকেশ্বর। প্রতিবছরই শ্রাবণ মাসের সোমবারে এই স্থানে ছুটে আসেন ভক্তরা। কিন্তু কেন আসেন? এর মাহাত্ম্যের কথা জানুন। প্রাচীন বাংলার চালা স্থাপত্যর নিদর্শন হিসাবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দির। বলা হয়, তারকেশ্বরের শিব লিঙ্গের একটা আলাদা মহিমা রয়েছে। কারন এটি স্বয়ংভু লিঙ্গ। এই লিঙ্গ সচরাচর দেখা যায় না। 

এই মন্দিরের সামনে একটি পুকুর রয়েছে। যা দুধ পুকুর নামে পরিচিত। এই পুকুরটিকেও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।  এইসব নানাকারনেই শ্রাবণ মাসের প্রতি সোমবারে প্রচুর মানুষ ভিড় করেন সেখানে। শ্রাবণ মাসের প্রতি সোমবারেই থাকে বিশেষ পূজা ও উৎসবের আয়োজন থাকে। তাই এই বিশেষ চারদিনে মানুষ এই পুণ্য স্থানে ভিড় জমান। 

বলা হয় সোমবার (Sawan 2023) মহাদেবের প্রিয় দিন এবং শ্রাবণ মাস নিয়ে প্রচলিত রয়েছে নানান গল্প কথা। এটি ভগবান শিবের (Lord Shiva) জন্ম মাস হিসাবে প্রচলিত। বিভিন্ন কারনেই তাই শ্রাবণ মাসের সোমবার গুলি খুব গুরুত্বপূর্ণ। মানা হয়, শ্রাবণ মাসের এই সোমবার গুলিতে শিবের আরাধনা করলে, মহাদেবের আশীর্বাদ থেকে কখনই বঞ্চিত হবেন না। তার ওপর যদি তারকেশ্বরের মত মহাদেবের পুণ্য স্থানে গিয়ে, ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে তো কোনও কথাই নেই। বিশেষ কিছু সুফল পাওয়া যায় বলে মনে করা হয়।

মনে করা হয় বাড়ির কেউ কঠিন রোগে আক্রান্ত? তাহলে তার স্বাস্থ্যের উন্নতির কামনায় শিবের পূজা করুণ। কারন শাস্ত্রমতে, এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে, স্বাস্থ্য ভালো থাকে। আর নানারকম রোগ থেকে অনেক দূরে থাকা যায়। কঠিন ব্যাধি ধীরে ধীরে সেরে ওঠে।                                                        

গ্রহদোষে জীবন জর্জরিত? সব কাজে বাঁধা আসছে? হাজার হাজার টাকা জ্যোতিষীর পিছনে খরচা না করে, মহাদেবের শরণাপন্ন হন। মহাদেবের আশীর্বাদেই কেটে যাবে সব গ্রহদোষ। বিশেষ করে শনির গ্রহদোষ। যেটা কাটিয়ে ওঠা খুবই কঠিন। সেটাও খুব সহজেই কেটে যাবে।            


You might also like!