Festival and celebrations

1 year ago

Radhastami 2023 : রাধাষ্টমীর দিন রাধা-অর্চনায় অবশ্য এই কাজ গুলি করুন

Radhasthami (Symbolic Picture)
Radhasthami (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাধা হলেন কৃষ্ণের হ্লাদিনী শক্তি। রাধা কৃষ্ণেরই অভিন্ন অংশ। রাধাকে বাদ দিয়ে কৃষ্ণের অস্তিত্ব অসম্পূর্ণ। বলা হয়, যিনি জন্মাষ্টমী পালন করেন তাঁকে রাধাষ্টমী করতেই হয়। রাধাষ্টমীর রীতি আসলে কী, জানেন কী? আসলে এদিন রাধার জন্মদিন বা জন্মতিথি। 

ভাদ্রমাসের শুক্লপক্ষের অষ্টমতম দিনে রাধার জন্ম। তাই দিনটি যথাযথ শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হয়। বৃষভাণুনন্দিনী রাধাকে লক্ষ্মীর অবতার ধরা হয়। কৃষ্ণপ্রিয়া রাধার জন্মস্থান বর্ষানা। সেখানে দিনটি বিশেষ ভাবে উদযাপন করা হয়। এছাড়াও সারা ভারতে, বিশেষত বৈষ্ণব-ভাবাপন্ন অঞ্চলগুলিতে এই দিনটি বিশেষ ভাবে পালন করা হয়।

রাধাষ্টমীতে যে কাজ গুলি অবশ্যই করতে হবে তা হল 

ভোরবেলা উঠে স্নান

পূজাস্থল বা মন্দির পরিচ্ছন্ন করা

মন্দিরে রাধার ছবি বা মূর্তি রাখা

সেই ছবি বা মূর্তি গঙ্গাজল বা পঞ্চামৃত দিয়ে ধুয়ে নিন

চন্দন, কুঙ্কুম দিয়ে দেবীর প্রসাধন

এর পর ফুল ফল ইত্যাদি নিবেদন

প্রদীপ প্রজ্বলন

আরতি 

রাধা চালিসা পাঠ

এই বছর রাধা অষ্টমী পালিত হবে শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩। দ্বাপর যুগে এই তিথিতে শ্রীকৃষ্ণের শক্তি হিসেবে দেবী রাধা রূপে অবতীর্ণ হয়েছিলেন। বিশ্বাস করা হয় যারা রাধার পূজা করেন, তাদের বাড়িতে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে দুপুর ১.৩৫ মিনিটে শুরু হবে। এটি পরের দিন ২৩সেপ্টেম্বর, ২০২৩ এর দুপুর ১২.১৭ মিনিটে শেষ হবে। এই দিন দুপুরে রাধার পূজা করা খুব ভাল।

You might also like!