Festival and celebrations

9 months ago

Paush kali Puja: মাংস কিংবা রক্তে নয়! পৌষে মূলোতেই খুশি হন দেবী পৌষ কালী

Poush Kali (File Picture)
Poush Kali (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৌষ মাসে বাংলায় পুজিতা হন দেবী পৌষ কালী। তবে কোনো অমাবস্যা বা বিশেষ তিথি নেই এই পুজোর জন্য। পৌষ মাসের শনি অথবা মঙ্গলবার দেখে বাংলার জনপ্রিয় কিছু ও প্রায় সব মন্দিরেই স্বমহিমায় পূজিতা হন দেবী। পৌষ মাসের শনি ও মঙ্গলবারে ভক্তকূল মূলো দিয়ে দেবীর পূজো দিয়ে থাকেন। এই মূলোর মাধ্যমে ভক্তরা নিজেদের পাপকর্ম দেবীকে সমর্পণ করে আর দেবী তা নিজ মধ্যে ধারন করে ভক্তকূলকে পূন্য,শান্তি ও সুখ, সমৃদ্ধি দান করে।

এই মূলো দেবীকে দান করার পর ভক্তকূল আর মূলো ভক্ষণ/খেতে পারে না চৈত্র মাস পর্যন্ত আবার নতুন বছর অর্থাৎ বৈশাখ মাস থেকে খাওয়া যায়। ভয়ংকরী কালী এই পৌষে সোনার পৌষালী মমতাময়ী ক্ষমাময়ী হয়ে ধরা দেন সন্তানের কাছে।

You might also like!