Festival and celebrations

1 year ago

Durga Puja 2023: পুরীর জগন্নাথের রথে চড়েই আসবেন মা দুর্গা!

The theme of Karma Mandir Club's Puja is Maa Durga in the chariot of Jagannath of Puri
The theme of Karma Mandir Club's Puja is Maa Durga in the chariot of Jagannath of Puri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনবদ্বীপ কর্ম মন্দির ক্লাবের দুর্গাপুজোর সূচনা হল এদিন। কলকাতা শহরতলীর সঙ্গে পিছিয়ে নেই গ্রাম বাংলার পুজোও।কলকাতা শহরতলী ছাড়িয়ে থিমের পুজো এখন ছড়িয়ে পড়েছে রাজ্যের সমস্ত জেলায়। ঠিক তারই এক নির্দশন দেখা গেল নবদ্বীপ কর্ম মন্দির ক্লাবের সদস্য ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে। প্রতিবছর এই এলাকা থিমের পুজোর জন্য জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক তেমনই এ বছর নবদ্বীপ কর্ম মন্দির ক্লাব নতুন চমক অর্থাৎ নতুন পুজোর থিম নিয়ে মগ্ন। এবছর কর্ম মন্দির ক্লাবের পুজোর থিম পুরীর জগন্নাথের রথে চেপে আসছেন মা দুর্গা।

দেশের অন্যতম তীর্থক্ষেত্র পুরীর জগন্নাথ দেবের মন্দির। বিশেষ করে রথের সময় সোজা রথ থেকে উল্টোরথ পর্যন্ত প্রচুর ভক্তদের সমাগম হয় পুরীতে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে দেশ-বিদেশের প্রচুর ভক্তরা আসেন পুরীর রথ দেখতে। কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে অনেকেই রথ ইচ্ছে থাকলেও দেখতে আসতে পারেনা। সেই কারণেই নবদ্বীপ কর্ম মন্দির ক্লাবের এই উদ্যোগ।

পুরীর জগন্নাথ দেবের রথের আদলে তৈরি করা হবে কর্ম মন্দির ক্লাবের প্যান্ডেল। আর সেই উপলক্ষে এদিন সকালে নবদ্বীপ দেয়াড়া পাড়া রোডে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল পুজো মণ্ডপের খুঁটি পুজো।

You might also like!