দুরন্ত বার্তা
ডিজিটাল ডেস্কঃ- পুরান মতে, পতির অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুন্ডে প্রাণ দান করেছিলেন
সতী। সতীকে হারানোর দুঃখে রাগে মহাদেব সতীর দেহ নিয়ে তান্ডেব শুরু করেন। মহাদেবকে শান্ত
করতে নারায়ণ তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। আর সেই
সময় সতীর শরীরের নানা অংশ পড়েছে নানা জায়গায়। তেমনি সতীর যোনি পড়েছিল এই কামাখ্যা মন্দিরে।
অসমের নীলাচল
পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে রয়েছে কামাখ্যা মন্দির। সারা দেশ থেকে ভক্তরা
এই মন্দিরে আসেন। অমাবস্যায় শিলাব্রহ্মময়ী মূর্তিকে সাজানো হবে রাজবেশে। তন্ত্রমতে
হবে পুজো। দ্বিপানিতা কালীপুজোতে দেবী মাকে মহাস্নান করিয়ে, ষোড়শপচারে ভোগ নিবেদন
করা হয়। এরপর মহা বলিদান। মাছ ভোগ ও বলিদানের মহপ্রসাদ ভোগও নিবেদন করা হয় মাকে। সকালে
দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এখানে শুধু দর্শন নয়, মাকে স্পর্শ
করে পুণ্যলাভ করতে আসেন ভক্তরা।