Festival and celebrations

10 months ago

Kali Puja 2023 : : বারাসতে মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ, পরিস্থিতি উত্তপ্ত

Kali Puja (Symbolic Picture)
Kali Puja (Symbolic Picture)

 

বারাসত, ১৪ নভেম্বর : কালীপুজোর আনন্দের মাঝে তাল কাটল বারাসতে। এখানকার কালীপুজোর মণ্ডপগুলির মধ্যে বিশেষ আকর্ষণ বারাসতের পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ। দর্শনার্থীদের প্রবল ভিড় মণ্ডপ দর্শনে। তার জেরেই সোমবার রাতে মণ্ডপের একাংশ বসে গেল।

বড়সড় দুর্ঘটনা এড়াতে মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন। সোমবার রাত থেকেই এই নিষেধাজ্ঞা জারিতে ক্ষুব্ধ দর্শকরা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এবছর এখানে উঠে এসেছে হগওয়ার্টস স্কুল অর্থাৎ হ্যারি পটারের জাদুনগরী। তার টানে কালীপুজোর ২ দিন পরও তুমুল ভিড়।

বারাসত রেল স্টেশনের কাছেই বিখ্যাত পায়োনিয়ার ক্লাবের পুজো। এবছর হ্যারি পটার থিমে তৈরি হওয়া মণ্ডপটি চওড়ায় প্রায় ১২০ ফুট। মণ্ডপের ভিতরে তিনটি রূপে মা কালীর অধিষ্ঠান। চন্দননগরের আলোয় সজ্জিত যন্ত্রচালিত বিভিন্ন প্রতিকৃতি। মূল প্রতিমার উচ্চতা ১৪ ফুট। তিনটি প্রতিমা মিলিয়ে চওড়ায় ২১ ফুট। স্বাভাবিকভাবেই দর্শনার্থীদের নজর কেড়েছে এই মণ্ডপ।

You might also like!