Festival and celebrations

1 year ago

Ganesh Chatruthi : মহারাষ্ট্রে ১০-দিন গণেশ উৎসবের সমাপ্তি, মুম্বইয়ে বিসর্জনকে ঘিরে কড়া নিরাপত্তা

Ganesh Chatruthi  Bisarjan (File Picture)
Ganesh Chatruthi Bisarjan (File Picture)

 

মুম্বই, ২৮ সেপ্টেম্বর : মুম্বই তথা সমগ্র মহারাষ্ট্রজুড়ে বিষাদের সুর। মহারাষ্ট্রে বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে ১০-দিন ব্যাপী গণেশ উৎসব। শুধুমাত্র মহারাষ্ট্র নয়, এদিন দেশের বিভিন্ন রাজ্যে গণেশ উৎসবের সমাপ্ত হয়েছে। মুম্বইয়ে গণেশ বিসর্জনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন থাকে প্রচুর নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন।

সকাল থেকেই মুম্বইয়ে গণেশ প্রতিমার বিসর্জন চলে। বিষাদের মধ্যে গণপতি বাপ্পাকে বিদায় জানিয়েছেন মহারাষ্ট্রবাসী। গ্রেটার মুম্বইয়ের যুগ্ম সিপি (আইনশৃঙ্খলা) সত্যনারায়ণ চৌধুরী বলেছেন, "বৃহস্পতিবার বিসর্জনের শেষ দিন এবং মুম্বই পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। মুম্বইতে যে সমস্ত জায়গায় বিসর্জন হচ্ছে, সেখানে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করেছে এবং ব্যারিকেড, সিসিটিভি ইত্যাদি স্থাপন করা হয়েছে...আমাদের পুরো বাহিনী মুম্বইয়ের রাস্তায় রয়েছে।

You might also like!