Festival and celebrations

10 months ago

Kali Puja 2023: দক্ষিণ মশানী কালী থেকে বিদ্যাসুন্দর, জড়িয়ে আছে অলৌকিক প্রেমকাহিনি

Kali Puja 2023
Kali Puja 2023

 

পূর্ব বর্ধমান : বিদ্যাসুন্দর কালীবাড়ির অলৌকিক কাহিনির সঙ্গে জড়িয়ে রয়েছে এক প্রেম-কাহিনি। কথিত আছে, রাজার কন্যা বিদ্যা ও পূজারি সুন্দরের প্রাণ রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী।

বর্ধমানের মহারাজ তেজ চাঁদের সময় ঘন জঙ্গলে ঘেরা ছিল দামোদর তীরবর্তী তেজগঞ্জ এলাকা। এখানেই মা কালীর পুজো করতেন রাজা। মন্দিরে দেওয়া হত নরবলি। অন্যায় অত্যাচার করলে রাজা তাদের মন্দিরে নিয়ে এসে নরবলি দিতেন দেবীর সামনে। সেই সময় এই মন্দিরের নাম ছিল দক্ষিণ মশানী কালী। আর এই মন্দিরেরই পূজারি ছিলেন- জনৈক সুন্দর।

কথিত রয়েছে, তেজ চাঁদের আমলে বর্ধমানে রাজার মন্দিরগুলিতে রাজকন্যা বিদ্যার হাতে গাঁথা মালা প্রতিদিন নিয়ে যেতেন মালিনি মাসি। তেমনি একদিন তিনি ফুলের মালা নিয়ে যান মশানী কালী মন্দিরে। সেই মালা দেখেই পূজারি মালিনি মাসির কাছে জানতে চান, এমন সুন্দর মালা কে গেঁথেছেন? মালিনি মাসির কাছে তিনি জানতে পারেন রাজকন্যা বিদ্যার কথা। বিদ্যার সঙ্গে তাঁর দেখা করিয়ে দেওয়ার জন্য বলেন মালিনি মাসিকে।

কথিত আছে, তাঁকে দেখার জন্য পূজারি এই মন্দির থেকে রাজবাড়ি পর্যন্ত সুরঙ্গ পথ তৈরি করেছিলেন। সেই সুরঙ্গ পথ দিয়েই বিদ্যার সঙ্গে দেখা করতে যেতেন সুন্দর। গোপনে শুরু হয় তাঁদের প্রেম। কিন্তু, এই প্রেম কাহিনি বেশিদিন গোপন থাকেনি।

রাজা প্রেমের কথা জানতে পেরে বিদ্যা-সুন্দরের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। বলি দেওয়ার জন্য তাঁদের নিয়ে আসা হয় দক্ষিণ মশানী মন্দিরে। কথিত আছে, কালীমন্দিরে বলি দেওয়ার সময় তাঁদের রক্ষা করেন মা কালী। বলি দেওয়ার আগের মুহূর্তে জ্ঞান হারান কাপালিক। আর সেই সুযোগে নিরুদ্দেশ হয়ে যান বিদ্যা ও সুন্দর।

এই ঘটনার পর তাঁদের কাহিনি স্মরণীয় করে রাখতে দক্ষিণ মশানী মন্দির থেকে এই মন্দিরের নাম হয় বিদ্যাসুন্দর মন্দির। বন্ধ হয়ে যায় নরবলি প্রথাও। বর্তমানে কালীপুজোয় ছাগ বলি হয় মন্দিরে। নিত্য পুজোয় মাছ ছাড়া হয় না মায়ের ভোগ।


You might also like!