Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Festival and celebrations

2 years ago

Durga Puja 2023: চাকদহ থেকে প‍্যারিসে পাড়ি দিচ্ছে ফাইবারের দুর্গা

Fiber Durga
Fiber Durga

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  নদীয়া জেলা বরাবরই মৃৎশিল্পের জন্য বিখ্যাত। নদীয়ার কৃষ্ণনগরের সন্নিকটে ঘূর্ণি এলাকায় রয়েছেন একাধিক স্বনামধন্য মৃৎশিল্পীরা। তাঁদের নিজেদের হাতে গড়া বিভিন্ন মূর্তি এবং প্রতিমা দেশ ছাড়িয়ে পা রেখেছেন বিদেশের মাটিতেও। শুধু ঘূর্ণি নয় নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর কৃষ্ণগঞ্জ নবদ্বীপ রানাঘাট চাকদহ ইত্যাদি বিভিন্ন এলাকার মৃৎশিল্পীদের তৈরি করা মূর্তি এবং প্রতিমা পাড়ি দিয়েছে দেশ ছেড়ে বিদেশের মাটিতেও। ঠিক তেমনি চাকদহের মৃৎশিল্পী অনুপ ঘোষের ফাইবারের তৈরি দুর্গা প্রতিমা এ বছর পাড়ি দিচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে।

চাকদহের মৃৎশিল্পী অনুপ গোস্বামী ছোটবেলা থেকেই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে চলেছেন। একের পর এক বিভিন্ন ধরনের হাতের কারুকার্য করা সুন্দর মূর্তি পাড়ি দিয়েছে বিভিন্ন বিদেশের মাটিতে। ঠিক তেমনি এবার ফ্রান্সের প্যারিস শহর থেকে দুর্গা ঠাকুর বানানোর অর্ডার আসে তাঁর কাছে। যেহেতু ভারত থেকে প্যারিস শহরের দূরত্ব অনেকটাই বেশি এবং জলপথে সেই মূর্তিকে পাঠানো হবে, সেই কারণে মাটির বদলে ফাইবার দিয়ে তৈরি করা হয় এই মূর্তি। তার প্রথম কারণ মাটির তুলনায় ফাইবার ওজনে অনেকটা হালকা এবং মজবুতের দিক থেকেও অনেকটাই বেশি।

মৃৎশিল্পী অনুপ গোস্বামী জানান, “যেহেতু বাঙালিরা পৃথিবীর সমস্ত দেশেই ছড়িয়ে রয়েছে সেই কারণে পুজোর সময় কম বেশি বিদেশে সমস্ত জায়গাতেই দুর্গাপুজো করা হয়।। সেই কারণে প্রত্যেক বছরই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কখনও জাহাজে কিংবা কখনও বিমানে পাঠানো হয় দুর্গা মূর্তি। তবে প্রতিমার সরঞ্জামের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ার ফলে তেমন একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না মৃৎশিল্পীরা।”

তিনি আরও জানান যে শুধুমাত্র দুর্গা প্রতিমাই নয় বিভিন্ন ধরনের মুনি ঋষিদের মূর্তি তৈরি করে থাকেন তিনি। দেশ বিদেশ থেকে একাধিক অর্ডার তিনি ইতিমধ্যেই পেয়েছেন মূর্তি বানানোর। তবে, তাঁর হাতে তৈরি মূর্তি পূজিত হবে বিদেশের মাটিতে এই ভেবেই আপাতত খুশি তিনি।

You might also like!