Festival and celebrations

1 year ago

Belur Math Kumari Puja : বেলুড় মঠের দুর্গাপুজোর প্রকাশিত হল পুজোর নির্ঘণ্ট

Sri Sri Durga Puja 2023
Sri Sri Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা থেকে শুরু করে জেলা, সর্বত্রই পুজো প্রস্তুতিতে মেতে উঠেছেন আয়োজকরা। কোথায় থিম তো কোথাও আবার সাবেকিয়ান। আর কোথাও কোথাও কোনও মঠ বা মন্দিরের পুজো নিয়েও রয়েছে উন্মাদনা। তারমধ্যে অন্যতম বেলুড় মঠ। প্রতিবছর বেলুড় মঠের পুজো ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা থাকে ভক্তদের মধ্যে। এবার চলুন জেনে নেওয়া যাক এই বছর বেলুড় মঠের পুজোর নির্ঘণ্ট।

বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘণ্ট

২১ অক্টোবর ২০২৩, শনিবার সপ্তমী, পুজো শুরু ভোর সাড়ে ৫টা

২২ অক্টোবর ২০২৩, রবিবার মহাষ্টমী, পুজোর শুরু হবে ভোর সাড়ে ৫টা

সকাল ৯টায় শুরু হবে কুমারী পুজো, আর সন্ধিপুজো হবে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট থেকে রাত্রি ৮টা ২৪ মিনিট পর্যন্ত

২৩ অক্টোবর ২০২৩, সোমবার নবমী, পুজো শুরুর সময় ভোর সাড়ে ৫টা

ভোগারতির পরে হবে হোম

এছাড়া প্রতিদিন ভোগারতির পর হবে পুষ্পাঞ্চলি

অন্যদিকে প্রতিদিন সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আরতির পর হবে দেবী দুর্গার আরতিবেলুড় মঠের পুজোয় ভোগ প্রসাদও বিতরণ করা হয়। স্থানীয়দের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভিড় জমান ভক্তরা। সকাল থেকেই দলে দলে ভিড় করতে থাকেন ভক্ত ও দর্শনার্থীরা। দেবী প্রতিমা দর্শনের পাশাপাশি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের মন্দির এবং স্বামীজির ঘরও ঘুরে দেখেন তাঁরা। এছাড়া এই সময় দিনভর নানা অনুষ্ঠানও চলে মঠে।

পুজোর দিনে ভক্তদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বেলুড় মঠের কুমারী পুজো। শাস্ত্রমতে কুমারী পুজোর সূচনা হয় বানাসুরকে বধ করার মধ্য দিয়ে। কথিত আছে, বানাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায়, বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারীরূপে বানাসুরকে বধ করেন। শোনা যায় তারপর থেকেই মর্ত্যে কুমারী পুজোর হয়।

You might also like!