Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Luxury Cruise Service In Digha : দিঘায় লাক্সারি ক্রুজে ঘোরার ফেরার সাথে থাকছে এলাহি পেটপুজোও, জানেন পুরো প্যাকেজের খরচ কতো?

Cruise at Digha (Symbolic Picture)
Cruise at Digha (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটালঃ এই পুজোতে লাক্সারি ক্রুজে করে খানিক্টা সময় কাটাতে চান? তবে এবার লাক্সারি ক্রুজের আনন্দ নিতে আর ছুটতে হবে না গোয়ায়, গোয়ার মতোই লাক্সারি ক্রুজের আমেজ পাবেন দিঘার সমুদ্রে।পুজোর আগে এই ক্রিজ পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা। এতদিন পর্যটকরা সৈকত থেকেই সমুদ্রের রূপ উপভোগ করেছেন। এবার প্রমোদতরীতে চেপে সমুদ্রযাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন। নতুন পরিষেবা চালু হয়ে যাচ্ছে পুজোর আগেই। ক্রুজটি দিঘার অদূরে শংকরপুরের ন্যায়কালী মন্দির সংলগ্ন সমুদ্র থেকে ছাড়বে। দিঘা, শংকরপুর, মন্দারমণির পাশাপাশি খাঁড়ি এলাকাগুলিতেও ভ্রমণ করবে জলযানটি।  

অত্যাধুনিক সুবিধাযুক্ত এই জলযানে রেস্তরাঁর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। আবার সন্ধের সময় আলোকজ্জ্বল পরিবেশে নাচগানের ব্যবস্থাও থাকবে।সেখানে বাউল-সহ বিভিন্ন লোকসংগীত এবং আধুনিক গান পরিবেশিত হবে। পর্যটকরা সমুদ্রের শোভা দেখতে দেখতে আনন্দ উপভোগ করতে পারবেন। যাত্রাপথে সমুদ্রতীরবর্তী মৎস্যজীবীদের গ্রাম এবং তাঁদের কর্মকাণ্ড দেখার সুযোগ রয়েছে। যাত্রা শেষে ফের ন্যায়কালী মন্দির সংলগ্ন এলাকায় ফিরে আসবে প্রমোদতরীটি। 

প্রয়োজনে ছোটখাট অনুষ্ঠান, পার্টি প্রভৃতির জন্য ভাড়া করা যাবে এমভি নিবেদিতা নামে ওই ক্রুজটি। ভাড়া এখনও ঠিক হয়নি, তবে ৭০০-৮০০ টাকার মধ্যেই থাকবে বলে খবর। 

দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানসকুমার মণ্ডল জানিয়েছেন পুজোর ঠিক আগে যাতে প্রমোদতরীটি চালু করে দেওয়া যায় তার চেষ্টা চলছে। আশা করছি, এই পরিকল্পনা সফল হবে। আপাতত দিঘা থেকেই অফলাইনে টিকিট বুকিং করতে হবে। পরে অনলাইনেও বুকিং চালু করা হবে। 

You might also like!