Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : দশমী তে জমিয়ে সিঁদুর খেলুন এই নিয়ম মেনে, ত্বক থাকবে ঝলমলে ও সুরক্ষিত

Durga Puja Sindur Khela (Symbolic Picture)
Durga Puja Sindur Khela (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজোর দশমী মানেই মন কেমনের পালা। মায়ের বিদায় বেলা, বিসর্জন আর সাথে সিঁদুর খেলা। লাল পাড় সাদা শাড়ি পরে সিঁথিতে সিঁদুর রাঙিয়ে মায়ের বিদায় বেলায় মা কে বরন করা  আশীর্বাদী সিঁদুর দিয়ে চলে সিঁদুর খেলা। সিঁদুর খেলার আনন্দটাই একেবারে অন্য রকম কিন্তু সিঁদুর খেলার পর ত্বকের যে বারোটা বেজে যায়, তার কী হবে? সিঁদুর খেলার পর কীভাবে ত্বকের যত্ন নিলে আবার আপনার ত্বক হয়ে উঠবে স্বাভাবিক তার জন্য রইল  কিছু টিপস। 

১/ ১। বাড়ি ফিরে সবার আগে মাথা, মুখ এবং শরীরের বাকি অংশে যেখানে যেখানে সিঁদুর লেগেছে, শুকনো সিঁদুর আগে ঝেড়ে নিন। এই কাজটা বাথরুমে করলে ভাল তা না হলে বাড়ির অন্যান্য ঘরে সিঁদুর ছড়িয়ে পরিচ্ছন্নতা নষ্ট হতে পারে।  

২/ দুর্গা পুজোতে  বরণের সময়ে সবাই যে ভেষজ সিঁদুর ব্যবহার করবেন তা তো নয়, কাজেই সিঁদুর খেলার পর প্রথমেই বাড়ি এসে মুখ পরিষ্কার করে নিতে হবে। তা না হলে ত্বকের কিন্তু ভীষণ ক্ষতি হতে পারে। সবার আগে কটন প্যাড বা তুলোয়ে করে মেকআপ রিমুভার নিয়ে সিঁদুর পরিষ্কার করে নিন। এবারে আপনার ত্বকের ধরণ অনুযায়ী ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। যদি ঠিকভাবে সিঁদুর না ওঠে অতিরিক্ত  ঘষাঘষি করে সিঁদুর তোলার চেষ্টা করবেন না। 

৩/ যদি আপনার কাছে মেকআপ রিমুভার না থাকে তাহলে বেবি অয়েল বা নারকেল তেল কটন প্যাডে বা তুলোয় নিয়ে সিঁদুর তুলে নিন। বেবি অয়েল এবং নারকেল তেল কিন্তু খুব ভাল মেকআপ রিমুভারের কাজ করে। একটাই কটন প্যাড ব্যবহার না করে বেশ কয়েকটা কটন প্যাড বার বার ব্যবহার করুন, এতে মুখের ময়লাও তাড়াতাড়ি উঠে আসবে আর ত্বক বেশ ভালভাবেই পরিষ্কার হবে।

৪/ মুখ ভাল করে পরিষ্কার করা হয়ে গেলে ময়শ্চারাইজার লাগানো কিন্তু জরুরি। একেই দুর্গা পুজোর পাঁচদিন বছরের অন্যান্য সময়ের থেকে বেশি মেকআপ করেছেন, ফলে ত্বক এমনিতেই শুষ্ক হয়ে গেছে, তার উপর সিঁদুর খেলার ফলেও কিন্তু ত্বকের আর্দ্রতা কমে যেতে থাকে, ফলে ত্বকে ময়শ্চারাইজার লাগানো প্রয়োজন। আপনি যদি ভাবেন যে আপনার ত্বক তৈলাক্ত কাজেই আলাদা করে ময়শ্চারাইজার লাগানোর প্রয়োজন নেই, তাহলে ভুল ভাবছেন, ত্বক পরিষ্কার করার পর ত্বকের স্বাভাবিক তৈলাক্তভাব ফিরিয়ে আনতে তৈলাক্ত ত্বকের উপযোগী ময়শ্চারাইজার প্রয়োগ করুন। 


You might also like!