Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Durga Puja 2023: 'বহে নিরন্তর ,,,, অনন্ত আনন্দধারা'- শরতের প্রকৃতি সাজাতে প্রস্তুত দামোদরের নদী চর!

Damodar river is ready to decorate autumn nature!
Damodar river is ready to decorate autumn nature!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবি ঠাকুরের পুজা পর্যায়ের সেই গান, ''বহে নিরন্তর, অনন্ত আনন্দধারা''। সেই অনন্ত আনন্দধারার সাথে মাথা দুলিয়ে প্রকৃতি স্বাগত জানাচ্ছে শারদীয়া দুর্গোৎসবকে। সেই নিরন্তর আনন্দধারার সন্ধান মিলবে দামোদর নদী চরে। প্রকৃতি যেন নিজের মত করে কাশের শোভায় সাজিয়েছে নিজেকে। গ্রাম বাংলার এই মনোরম দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধ হবেন আপনি। 

এখানে মাঠের মাঝখানে রাস্তা, সেই রাস্তার দুপাশে ঘন কাশের দোলায় প্রহর গুনছে আগমনীর ভোর। বাংলার মানুষ বসে আছেন এই উন্মাদনার জন্য। তৈরি হচ্ছে বাদ্যযন্ত্র। দামোদরের চরে স্থানীয়দের আনাগোনা লেগে থাকে বাঁশের সাঁকো দিয়ে, এই সময় যার দুপাশে মাথা নেড়ে হাতছানি দিচ্ছে ঘন সাদা কাশের শোভা। 

শরতের প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিতে চাইলে, একবার পুজোর আগে পরিচয় করে যেতে পারেন এই অচেনা জায়গাটির সঙ্গে। এখানে দামোদরে স্নান সেরে বাড়ি ফেরেন গ্রামের মানুষ। কাশবনের মধ্যে কোনো এক মুহূর্তে তাঁদের দেখে মনে হতে পারে এ যেন  আস্ত এক "নিশ্চিন্দিপুর"

যখন সমস্ত দিন শেষে বিকেল নামে আকাশে তখন মনে হবে কেউ যেন প্রকৃতির ক্যানভাসে বুলিয়েছে রঙের জাদু। সূর্যাস্তের গোধূলি আলো ঘন কাশের উপর এসে পড়ে রচিত হয় এক স্বর্গীয় দৃশ্যের। 

You might also like!