Festival and celebrations

1 year ago

Amarnath Yatra 2023 : আবহাওয়া এখনও প্রতিকূল, তৃতীয় দিনের জন্য স্থগিত অমরনাথ যাত্রা

Amarnath yatra (File Picture)
Amarnath yatra (File Picture)

 

জম্মু, ৯ জুলাই : খারাপ ও প্রতিকূল আবহাওয়ার কারণে রবিবারও স্থগিত থাকল বার্ষিক অমরনাথ যাত্রা। বৃষ্টি এখনও থামেনি জম্মু ও কাশ্মীরে, বরং বৃষ্টির দাপট আরও বেড়েই চলেছে। আর তাই রবিবারও প্রতিকূল আবহাওয়া কারণে স্থগিত থাকল অমরনাথ যাত্রা। বালতাল ও পহেলগাম উভয় রুট থেকে বন্ধ রয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা। এই নিয়ে পরপর ৩-দিন বন্ধ থাকল অমরনাথ যাত্রা।

টানা ৩-দিন অমরনাথ যাত্রা বন্ধ থাকায় ৬ হাজারের বেশি অমরনাথ পুণ্যার্থী রামবানে আটকে পড়েছেন। আবহাওয়া কখন ভালো হবে, সেই আশায় সবাই। রামবানের ডেপুটি কমিশনার এম ইসলাম বলেছেন, "তীর্থযাত্রীদের জন্য 'যাত্রী নিবাস'-এ সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। তীর্থযাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সে জন্য আমরা সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছি।" উল্লেখ্য, গত ১ জুলাই শুরু হয়েছিল এ বছরের অমরনাথ যাত্রা, সমাপ্ত হবে আগামী ৩১ আগস্ট।

এদিকে, ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে রবিবারও অবরুদ্ধ থাকল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় আটকে পড়েছে বহু যানবাহন। ডেপুটি কমিশনার জানিয়েছেন, ভূমিধসের কারণে এখনও বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক।


You might also like!