Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Festival and celebrations

2 years ago

Durga Puja 2023 : টুইন টাওয়ারের পর নতুন কী চমক নিয়ে আসছে কল্যানীর আইটিআই মোড়ের এই দুর্গাপুজো

Durga Puja Theam Twin Towers at Kalyani (Collected)
Durga Puja Theam Twin Towers at Kalyani (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির উদ্দীপনার উদযাপনের অন্যত্তম উৎসব দুর্গাপুজা। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, কিন্তু এই সব পার্বণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রানের উৎসব দুর্গাপুজো।এক বছর পরে ঘরের মেয়ের ঘরে ফেরার যে উদ্দীপনা তাকেই অনুভব ও উদযাপনের অনুষ্ঠান এই দুর্গাপুজা। 

মা দুর্গা কে বাঙালিরা নিজের ঘরের মেয়ে মেনে তাকে বরন করে নিয়ে উৎসবের এই ৫দিন। তবে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে সাবেকিয়ানার সাথে আধুনিকতার মেলবন্ধনে উৎসবের সঙ্গে আবেগের সঙ্গে একাত্ত হয়ে গিয়েছে বানাজ্যিকরন। সময়ের সাথে তাল মিলিয়ে পুজো প্যান্ডালের সাথে প্রতিমা সবেতেই আধুনিকতার প্রলেপ পড়েছে।যার মাধ্যমে বাংলার এই মহোৎসব বিশ্বের দরবারে আলাদা স্থান করে নিয়েছে। 

শহর থেকে শহরতলি সকল স্থানেই এখন চোখে পড়ে থিমের রমরমা, যার টানে দর্শকরা ছুটে বেড়ান এক মহল্লা থেকে অন্যত্র। শহর থেকে কিছুটা অদূরে অবস্থিত কল্যানী আইটিআই মোড়ের ল্যুমিনাস ক্লাব দূর্গাপুজো কমিটির পুজোও নিজেদের পুজোতে ফি-বছর থিমের চমক দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দেয়। উল্লেখ্য, গত বছর এই পুজো কমিটির তরফ থেকে টুইন টাওয়ার প্রস্তুত করা হয়েছিল, তবে এ বছর ও তাদের পুজোয় থিম হিসাবে থাকছে ভারতের প্রতিবেশী  রাষ্ট্রের এক অনবদ্য শিল্পকর্ম। এবছর এই পুজো কমিটির থিম চিনের গ্র্যান্ড লিসবোয়া। প্রসঙ্গত, লিসবোয়া ম্যাকাও শহরের একটি বিলাস বহুল হোটেল। যার সৃজনশৈলী সত্যিই অসাধারন। গত বছরের থিম টুইন টাওয়ার রাতারাতি এই পুজোকে বিখ্যাত করে তুলেছিল। এবারের থিম গ্র্যান্ড লিসবোয়ার আসল আকর্ষন হল লাইট শো। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিদিন সন্ধ্যাবেলায় এই মন্ডপে হতে চলেছে লাইন শো। 

চিনের এই অসাধারন আর্কিটেকচারের রেফলিকা দেখতে কতটা আকর্ষনীয় হতে চলেছে তার জন্য আর কয়েকটা দিনের অপেক্ষা। তার  পরেই দেখা মিলবে এই অসাধারন শিল্প কর্মের। 

You might also like!