Entertainment

1 year ago

Varun Dhawan: শুটিং করতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেলেন বরুণ

Varun Dhawan (File Picture)
Varun Dhawan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুটিং করতে গিয়ে আঘাত পেলেন বরুণ ধাওয়ান। অ্যাটলি পরিচালিত ছবিতে কাজ করতে গিয়েই আঘাত পেলেন অভিনেতা। জওয়ান ছবিটি সাফল্য পাওয়ার পরই নতুন কাজ শুরু করে দিয়েছেন অ্যাটলি কুমার। তাঁর এই ছবিতে এবার মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। এখনও পর্যন্ত ছবিটির নামকরণ করা হয়নি, তবে এটিকে আপাতত ভিডি ১৮ বলেই ডাকা হচ্ছে। আর এই ছবির শুটিং করতে গিয়েই আহত হয়েছেন বরুণ।

ভিডি ১৮ ছবির শুটিংয়ে আহত হয়েছেন বরুণ ধাওয়ান। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের আঘাতের কথা জানিয়ে তিনি লিখেছেন পায়ে আঘাত পেয়েছেন অ্যাটলির ছবির শুটিং চলাকালীন। পায়ের একটি ছবি পোস্ট করে অভিনেতা জানান একটি লোহার রডে বাড়ি খেয়ে পায়ের এই অবস্থা হয়েছে তাঁর।

অভিনেতা যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তাঁর পা ফুলে গিয়েছে, এমনকি লাল লাল দাগ হয়ে গিয়েছে অভিনেতার পায়ে। একটি ছোট্ট টুলের উপর পা তুলে রাখতে দেখা যায় অভিনেতাকে। এই ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'লোহার রডে আঘাত লেগে পা ফুলে গিয়েছে।' একই সঙ্গে তিনি কান্নার একটি ইমোজি পোস্ট করেন।

You might also like!