দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যেই ফাঁস পরমব্রত-পিয়ার রিসেপশনের ছবি। রিসেপশনেও একদম ছিমছাম অথচ এলিগেন্ট লুকে ধরা দিলেন পিয়া। সাটিনের নীল রঙা ওয়ানপিস ড্রেসে দেখা মিলল পরম ঘরণীর। একদম ছিমছাম সাজ। খোলা চুলে অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। বউয়ের সঙ্গে মিল রেখে শার্ট আর কালো ব্লেজারে পাওয়া গেল পরমব্রতকে।
২৪ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হল তাঁদের রিসেপশন। এবং অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন টেলিপাড়ার তারকারা। দেখা গেল অভিনেতা আবির চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ ও রুদ্রনীল ঘোষকে।
পরম-পিয়ার রিসেপশনে গিয়ে একসঙ্গে পোজ দিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় যে তীব্র ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছিলেন পরম-পিয়া, তার বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হতে দেখা গিয়েছে আবির পত্নী নন্দিনীকে। প্রথম থেকেই তিনি পরম-পিয়ার পাশে ছিলেন।