Entertainment

1 year ago

Celine Dion: বিরল স্নায়ুরোগের জেরে মঞ্চ থেকে দূরে থাকতে হচ্ছে ‘টাইটানিক’-এর গায়িকাকে

Celine Dion (File picture)
Celine Dion (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হলিউডের বিখ্যাত ছবি ‘টাইটানিক’-এর ‘মাই হার্ট উইল গো অন’-এর নেপথ্যে রয়েছে সেলিন ডিওন। বছরখানেক আগেই জানা গিয়েছিল, বিরল স্নায়ুরোগে ভুগছেন তিনি, যার নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। 

গত বছর ডিসেম্বর মাসে সেই রোগের কথা নিজেই জানিয়েছিলেন সেলিন। যার ফলে বাতিল করতে হয়েছিল তাঁর একাধিক লাইভ কনসার্ট। রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসার মধ্যে রয়েছেন হলিউডের জনপ্রিয় গায়িকা। তবে বছরখানেকের চিকিৎসার পরেও নাকি তেমন কোনও উন্নতি হয়নি গায়িকার শারীরিক অবস্থার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিনের বোন ক্লডেট ডিওন জানান, নিয়ম মেনে জীবনযাপন করেও ওই বিরল রোগের হাত থেকে রেহাই পাননি সেলিন। ক্লডেটের কথায়, ‘‘সেলিন কোনও দিন অনিয়ম করেনি। আমাদের মা বলতেন, যা করবে, মন দিয়ে করবে, তাতে নিজের সবটুকু উজাড় করে দেবে। সেলিন চিরকাল সেই কথাই শুনে এসেছে। ওকে এ ভাবে দেখে ভীষণ কষ্ট হয়।’’ স্রেফ হলিউডের নয়, গোটা বিশ্বের নামজাদা গায়িকা তিনি। বিশ্বব্যাপী কনসার্ট ট্যুর করে অভ্যস্ত তিনি। সেই গায়িকাই এখন মঞ্চে উঠে গান গাইতে অপারগ। ঠিক কবে ফের মঞ্চে দেখা যেতে পারে সেলিনকে?

প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনিশ্চয়তার ছাপ ক্লডেটের চোখেমুখেও। তিনি বলেন, ‘‘সেটাই আমাদের সবার লক্ষ্য, যাতে সেলিন খুব তাড়াতাড়ি মঞ্চে ফিরতে পারে। কিন্তু যে ভাবে ওই রোগ বাসা বেঁধেছে, তাতে সেটা কী ভাবে বা কবে সম্ভব— আমরা কেউই তা বুঝতে পারছি না।’’

You might also like!