চেন্নাই, ২৯ মে : পার্শ্ব চরিত্রে অভিনয় করেও মানুষের মন জয় করেছিলেন, তামিল সিনেমার পরিচিত মুখ, প্রবীণ তামিল অভিনেতা রাজেশ বৃহস্পতিবার স্বাস্থ্যগত জটিলতার কারণে মারা গিয়েছেন। বৃহস্পতিবার চেন্নাইয়ের বাসভবনে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়। প্রবীণ অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা প্রবীণ তামিল ও মালায়ালাম অভিনেতা রাজেশ চেন্নাইতে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েসিল ৭৫ বছর। রেখে গেলেন মেয়ে দিব্যা এবং ছেলে দীপককে। তাঁর স্ত্রী জোয়ান সিলভিয়া ভানাথিরায়ার ২০১২ সালে মারা যান। রাজেশের ভাইপো জানান, বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেতা রাজেশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি প্রাণ হারান।