দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেবের হাত ধরে ‘প্রধান’ সিনেমায় সিলভায় স্ক্রিনে ডেবিউ করতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ধারাবাহিক শেষ হতেই প্রথম ছবির কাজ শুরু করেছিলেন তিনি। বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে সৌমিতৃষার প্রথম ছবি।
প্রথম ছবি মুক্তি আগে নৈহাটির বড়মার দরবারে সৌমিতৃষা। ছবি মুক্তির আগে যজ্ঞ করে, বড় করে পুজো দিলেন অভিনেত্রী। সেই ছবি সোশ্য়াল মিডিয়ার পাতায়ও শেয়ার করেছেন নায়িকা।
নৈহাটির বড়মার কাছে পুজো দিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আজকে নৈহাটীর বড়মার কাছে আমাদের প্রধান ছবির জন্যে হোম করা হল! ... মায়ের ডাক এলে তবেই যে আসা যায় ! .... #প্রধান’।