Entertainment

1 year ago

Salman Khan Birthday: ৫৮ বছরে পা দিলেন সলমন! কেক কেটে চলল জন্মদিন পালন

Salman Khan's Birthday Celebration (File Picture)
Salman Khan's Birthday Celebration (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জন্মদিনের সম্মুখেই দিল্লি থেকে মুম্বই ফিরলেন সলমন। শহরে ফিরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে দেখা গেল তাঁকে। মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা মিলল তাঁর। কালো শার্ট এবং জিন্স পরে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন তিনি। পাপারাৎজিদের উদ্দেশ্যে হাত নাড়েন, পোজ দিয়ে ছবিও তোলেন তিনি। তারপর গানটি মিডনাইট বার্থডে সেলিব্রেশনের জন্য বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। 

প্রসঙ্গত সলমন খান এবং তাঁর ভাগ্নি অর্থাৎ অর্পিতা খানের মেয়ে আয়াতের জন্মদিন একই দিনে। তাই তাঁরা দুজন মিলে এদিন পরিবারের উপস্থিতিতে একসঙ্গে কেক কাটেন। বাবা আয়ুশ এবং মা অর্পিতার সঙ্গে প্রথমে কেক কাটে ছোট্ট আয়াত। তাঁর জন্য বার্থডে সং গান সলমন খান।

You might also like!