Entertainment

9 months ago

Salaar vs Dunki BO: বৃহস্পতিবারেও লক্ষ্মীলাভ হল না শাহরুখের! কত কোটির গল্প বলছে সালার আর ডাঙ্কি?

Salaar vs Dunki BO (File Picture)
Salaar vs Dunki BO (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বক্স অফিসে সালার ও ডাঙ্কির লড়াই অব্যাহত। ডিসেম্বরের শুরুতেই বক্স অফিসে ঝড় তুলেছিল অ্যানিমাল। দক্ষিণের প্রযোজক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমায় রণবীর কাপুরের অভিনয় দেখতে প্রেক্ষাগৃহে ছুটেছিল দলে দলে। মাত্র ১৭ দিনে সেই ছবি করেছিল ৫০০ কোটির ব্যবসা। 

তবে এবার রণবীরকে হারাতে অপারগ কিং খান। থ্রি ইডিয়েটস, পিকে, মুন্নাভাই এমবিবিএসের মতো হিট দেওয়া রাজকুমার হিরানির সিনেমা ১৫ দিনে এসে ঘরে তুলেছে মাত্র ২০৬ কোটি। বৃহস্পতিবারে ডাঙ্কি ব্যবসা করেছে আনুমানিক ২.৬৫ কোটি। আর সেখানে সালার-এর আয় ৪.৫০ কোটি। 

প্রভাস অভিনীত সালার: পার্ট ১ সিজফায়ার মুক্তি পেয়েছিল ডাঙ্কি মুক্তির ঠিক একদিন পর। আর ১৪ দিনে ভারতের বাজারে এই সিনেমা ব্যবসা করেছে ৩৭৮ কোটির। তেলুগু, মালয়ালাম, কানাড়া, তামিল, হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা। বিশ্বব্যপী আয়ের হিসেবেও অনেক এগিয়ে সালার। ঢুকে গিয়ে ৬৫০ কোটির ঘরে। এর আগে ৬৫০ কোটির উপর আয় করেছে যে দক্ষিণী ছবিগুলি তা হল বাহুবলী ১ এবং ২, জেলার, কেজিএফ: চ্যাপ্টার ২, আরআরআর।

এর আগে ২০১৮ সালেও দক্ষিণের সঙ্গে টক্করে নেমেছিলেন শাহরুখ খান। সেই বছর ডিসেম্বরে জিরো ছবির সঙ্গে টক্কর হয়েছিল কেজিএফ সিনেমাটির। কিন্তু দেখা যায়, তাতে বেশ বাজেভাবে হার হয় শাহরুখেরই। ফ্লপের খাতায় ঢুকে যায় জিরো ছবিখানা। যদিও ডাঙ্কির আয় অতটাও খারাপ না। ভারতের বাজারে ২০০ কোটি ও বিশ্বব্যপী ৪০০ কোটির ব্যবসা করে নিয়েছে ইতিমধ্যেই। আশা রাখা যাচ্ছে, ২৫০ কোটির ঘর ছুঁয়েই ফেলবে এটি।



You might also like!