Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Entertainment

1 hour ago

Kuch Kuch Hota Hai Remake: ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর রিমেক! শাহরুখ-কাজলের জায়গায় কাদের ভাবছেন করণ জোহর?

Karan Johar reimagines 'Kuch Kuch Hota Hai' for a new generation
Karan Johar reimagines 'Kuch Kuch Hota Hai' for a new generation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘কুছ কুছ হোতা হ্যায়’ শুধু একটি সিনেমা নয়, হিন্দি সিনেমাপ্রেমীদের কাছে এটি এক অমলিন আবেগের নাম। ছবির প্রতিটি গান, সংলাপ আজও ভেসে বেড়ায় ভক্তদের মুখে মুখে। ২৬ বছর পরেও শাহরুখ–কাজল জুটির এই ছবির জনপ্রিয়তা আজও অটুট। 

করণ জোহর সম্প্রতি জানিয়েছেন, যদি তিনি আজ ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর এই আইকনিক রোম্যান্সটি নতুনভাবে তৈরি করেন, তাহলে কোন অভিনেতাদের কাস্ট করতে চান। আশ্চর্যজনকভাবে, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন ও কিয়ারা আডবাণীর মতো তারকারা নেই সেই তালিকায়। মিন্ত্রার গ্ল্যাম স্ট্রিমের জন্য সানিয়া মির্জার সঙ্গে এক কথোপকথনে করণ জানান, আধুনিক অঞ্জলির ভূমিকায় তিনি দেখছেন আলিয়া ভাটকে, রাহুলের চরিত্রে রণবীর সিংকে এবং টিনার ভূমিকায় অনন্যা পান্ডেকে। করণ আরও ইঙ্গিত দেন, টিনার চরিত্রটি (যা মূল ছবিতে রানি মুখার্জি অভিনীত) জাহ্নবী কাপুর বা সারা আলি খানের মধ্যেও কেউ পেতে পারেন। আলোচনার সময় স্বজনপোষণ নিয়ে প্রশ্ন উঠলে করণ স্পষ্ট করেন, তিনি কখনও কোনও তারকা বাবা-মায়ের অনুরোধে স্টারকিডকে সুযোগ দেননি। তাঁর কথায়, “আমি জানি তারা নেপো কিড, আমি তাদের বড় হতে দেখেছি। কিন্তু তাদের বাবা-মা কেউই আমাকে ফোন করেননি, বরং আমি-ই তাদের ফোন করেছি।”

বাবা যশ জোহরের স্বপ্নের প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-কে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন করণ জোহর। আজ বলিউডে ধর্মা অন্যতম আলোচিত নাম। অভিনয় দিয়েই করণের বলিউডে যাত্রা শুরু — মামাতো ভাই আদিত্য চোপড়ার পরিচালনায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন। এরপর ১৯৯৮ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত এই ছবিটি মুক্তির পর বক্স অফিসে সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এরপর ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’-এর মতো একের পর এক সফল ছবি পরিচালনা করেছেন করণ জোহর। পরিচালনায় তিনি সবসময়ই বেছে বেছে কাজ করতে পছন্দ করেন। আজ ‘ধর্মা প্রোডাকশনস’ বলিউডের এক শক্তিশালী পাওয়ারহাউস হিসেবে পরিচিত, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২০০০ কোটি টাকা।


 

You might also like!