Entertainment

1 year ago

Ranit Roy: ৫৮ তে ফের বিয়ে করলেন রনিত রায়! পাত্রী কে জানেন?

Ronit Roy Weds Nilam Singh (Collected)
Ronit Roy Weds Nilam Singh (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনসন্তানের বাবা, বয়স ৫৮ তাতে কী! ফের বিয়ের পিড়িতে রনিত রায়। উল্লেখ্য, জোয়ানা নামে এই মহিলার সঙ্গে প্রথম বিয়ে হয় রনিতের। জোয়ানা ও রনিতের একটি কন্যা সন্তানও রয়েছে। তার পর ২০০৩ সালে অভিনেত্রী নীলম সিংকে বিয়ে করেন তিনি। রনিত ও নীলমের রয়েছে একটি কন্যা ও একটি পুত্রসন্তান। 

তবে এই বয়সে আবার বিয়ে! ভাবছেন তো? ব্যাপারটা হল ২০ বছর হয়েছে, রনিত ও নীলমের বিয়ের। আর সেই উপলক্ষ্যেই নীলমকে ফের বিয়ে করলেন রনিত। হল মালাবদল, সাত পাকে ঘোরা। সন্তানদের সামনেই নিজের স্ত্রীয়ের গলায় ফের মালা দিলেন রনিত। রনিত সেই বিয়েরই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। অভিনেতা ক্যাপশনে লিখলেন, ‘মুঝসে শাদি করোগি?’

বলিউড ছবি থেকে টেলিভিশন। রনিত রায় রীতিমতো একজন তারকা। ‘কসৌটি জিন্দেগি কি’- ধারাবাহিকের মিস্টার বাজাজ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন তিনি। অনুরাগীরা তাঁকে টেলিভিশনের বিগ বি বলেও সম্বোধন করেন।

You might also like!