Entertainment

8 months ago

Rani Mukerji: করণের জন্য নাকি মরেই যেতেন রানি! এ কি বললেন অভিনেত্রী?

Rani Mukherjee (File Picture)
Rani Mukherjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ করণ জোহরের সূত্রেই নাকি বলি দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের। এছাড়াও একেবারে প্রথম দিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে বাংলাতেও জুটি বেঁধেছিলেন রানি। এভাবে টলি-বলিতে নানান কাজ করে থাকলেও, তখন সাফল্য সেভাবে হাতছানি দেয়নি অভিনেত্রীকে। 

তবে পরিচালক-প্রযোজক করণ জোহরের কুছ কুছ হোতা হ্যায়ে ছবিতে টিনার ভূমিকাই অভিনেত্রীর জীবনে সাফল্য এনে দেয়। তাই রানির কেরিয়ারে করণের ভূমিকার গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু, জানেন কি কভি আলবিদা না কহে না ছবির শ্যুটিংয়ের সময় করমের জন্য রানি মুখোপাধ্যায় মরেই যাচ্ছিলেন! কিন্তু কিভাবে? 

তবে শ্যুটিং সেটে কোনও অশান্তি বা ব্যক্তিগত আক্রোশের জন্য নয়, কাজের পারফেকশনের জন্য। সম্প্রতি গালাট্টা প্লাসের গোল টেবিল আড্ডায় হাজির হয়েছিলেন রানি মুখোপাধ্যায় ও করণ জোহর। সেখানেই জানা যায় শ্যুটিং সেটের সেই অজানা কাহিনি। রানি মুখোপাধ্যায়ের কথায়, কভি আলহিদা না কহে না-র তুমহি দেখো না গানের শ্যুটিং হয়েছিল নিউইয়র্কে।

তখন সেখানে তাপমাত্রা ১৪ ডিগ্রি। হাড় হিম করা ঠান্ডায় পাতলা ফিনফিনে লাল শাড়ি পরে গানের শ্যুটিং করতে হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় ওই শাড়ি পরে পুরো জমে গিয়েছিলেন। হাঁটার মতো ক্ষমতা ছিল না তাঁর। গানে লিপ দেওয়ার জন্য ঠোঁট যেন ঠান্ডায় খুলছিল না। সিনেমার পর্দায় গানের দৃশ্য যতটা সুন্দর অভিজ্ঞতা ছিল খুবই সাংঘাতিক।

রানির কথায় সহমত পোষন করে করনও জানান, সত্যিই খুব কঠিন পরিস্থিতিতে গানের শ্যুটিং হয়েছে। তবে তিনি নাকি চেয়েছিলেন সেখানে একটা বৃষ্টির সিক্যোয়েন্সও থাকুক। তাই রেইন মেশিনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু, একবিন্দু জল গায়ে লাগতেই যেন মনে হয়েছিল বরফ ছুঁড়ে দেওয়া হল। তখন সেটের প্রত্যেকে মজা করে বলেছিল যে, 'আপনি তো সব স্টারদের মেরেই ফেলবেন।'  

You might also like!