Entertainment

8 months ago

Ustad Rashid Khan: বাংলাকে ভালবেসে আর ফেরা হয়নি ‘দেশের’ বাড়িতে! কলকাতায় শেষকৃত্য উস্তাদ রাশিদ খানের

Ustad Rashid Khan (File Picture)
Ustad Rashid Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতার পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে শিল্পীর মৃত্যুর ঘোষণা করেন হাসপাতালের এক চিকিৎসক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী কাল, অর্থাৎ বুধবার শেষকৃত্য সম্পন্ন শিল্পীর। তার আগে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন শিল্পীর অনুরাগীরা। 

ভেন্টিলেটরে রেখেই চিকিৎসা হচ্ছিল শিল্পীর। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি বলে জানিয়ছেন চিকিৎসকেরা। শিল্পীর মৃত্যুর ঘোষণা করতে গিয়ে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রীও। ব্যক্তিগত সম্পর্কের কথা যেমন তুলে ধরেন, তেমনই উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করা রশিদ, শুধুমাত্র বাংলাকে ভালবেসে, এই বাংলায় থেকে গিয়েছিলেন বলে জানান। 

শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থেকে শেষকৃত্যের খুঁটিনাটিও এদিন মুখ্যমন্ত্রীই সকলকে জানান। তিনি জানিয়েছেন, বুধবার সন্ধে ৬টা পর্যন্ত হাসপাতালেই থাকবে শিল্পীর মরদেহ। তার পর ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের দায়িত্ব শিল্পীর দেহ 'পিস ওয়র্ল্ডে' নিয়ে গিয়ে রাখবেন। আজ রাতে সেখানেি থাকবে শিল্পীর দেহ। তার পর বুধবার সকাল ৯.৩০টায় 'পিস ওয়র্ল্ড' থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারকে অনুরোধ করে রবীন্দ্র সদনে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে,যাতে সেখানে শিল্পীকে শেষ বার দেখতে পারেন অনুরাগীরা, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সকলে। দুপুর ১টা নাগাদ কলকাতা পুলিশের তরফে রবীন্দ্র সদনেই গান স্যালুট জানানো হবে শিল্পীকে। তার পর শিল্পীর মরদেহ বাড়িতে নিয়ে যাবেন তাঁর পরিবারের লোকজন।  

ইসলাম ধর্মাবলম্বী রশিদের পরিবার তাঁর শেষকৃত্য সেই অনুযায়ীই করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিয়ম মেনে বাড়ি নিয়ে গিয়ে শিল্পীর মরদেহকে স্নান করানো হবে। তার পর কবরস্থানে শেষকৃত্য হবে তাঁর। শিল্পীকে সমাধিস্থ করতে টালিগঞ্জের কবরস্থানকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই যাবতীয় রীতিনীতি মেনে সমাধিস্থ করা হবে শিল্পীকে।

You might also like!