Entertainment

9 hours ago

Tollywood News: বাংলা ছবির মুক্তি-ক্যালেন্ডার ঘিরে ইম্পার বৈঠক, ২০২৬-এর বাংলা ছবির রূপরেখা প্রায় চূড়ান্ত

EIMPA discusses Bengali film 2026 calendar
EIMPA discusses Bengali film 2026 calendar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শনিবার সন্ধ্যায় ২০২৬ সালের বাংলা ছবির মুক্তির সময়সূচি নির্ধারণের লক্ষ্যে ইম্পার অফিসে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হল। এই গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নীলরতন দত্ত, ফিরদৌসুল হাসান, নিসপাল সিং রানে, শ্রীকান্ত মোহতা, গোপাল মদনানি, প্রদীপ নন্দী-সহ বাংলা চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

সূত্রের খবর, ২০২৬ সালের জন্য বছরে মোট ১১টি ‘প্রাইম রিলিজ উইন্ডো’ নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত হওয়ার পথে। এই তালিকায় রয়েছে ২৩ জানুয়ারি, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, পয়লা বৈশাখ, গরমের ছুটির দুই পর্ব, ইদ, স্বাধীনতা দিবস, দুর্গাপুজো, কালীপুজো এবং বড়দিন। সবচেয়ে বেশি চর্চা চলছে দুর্গাপুজো কেন্দ্রিক ছবির মুক্তি ঘিরে। জানা যাচ্ছে, ২০২৬ সালের পুজোয় একই সঙ্গে মুক্তি পেতে পারে এসভিএফ, উইন্ডোজ, দেব ও জিৎ-এর ছবি। ফলে এই উৎসবে তিনটির বদলে চারটি বড় বাজেটের বাংলা ছবির মুখোমুখি লড়াই হতে চলেছে। পাশাপাশি শীতের মরশুমে ‘দ্য ক্রিয়েটিভ মিডিয়া’, ‘ক্যামেলিয়া’ এবং ফিরদৌসুল হাসানের প্রযোজনার ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। 

তবে এখনই সব সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আরও কয়েক দফা আলোচনার পরই অফিসিয়াল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত কোনও মন্তব্য করতে চাননি। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মেগাবাজেটের হিন্দি ও দক্ষিণী ছবির দাপটে প্রাইম টাইমে বাংলা ছবি প্রেক্ষাগৃহ পেতে বহুল সমস্যায় পড়ছে। এই পরিস্থিতিতে বাংলা সিনেমার ভবিষ্যৎ সুরক্ষিত করতে উৎসবকেন্দ্রিক মুক্তি নীতিতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইম্পা। বাঙালির নানা পার্বণে ছবি মুক্তির চিরাচরিত প্রবণতায় এবার আসতে পারে পরিকল্পিত বদল—যার বিস্তারিত জানা যাবে আনুষ্ঠানিক ঘোষণার পর।  


You might also like!