Entertainment

1 year ago

Gulabi Sharara Song : রিল তৈরী হচ্ছে,হচ্ছে কোটি কোটি ভিউজ ও গুলাবি শারারার দৌলতে বিখ্যাত শেফ!

Gulabi Sarara  Singer (Collected)
Gulabi Sarara Singer (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজকাল সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে উত্তরাখণ্ডের কুমাওনি গান গুলাবি শারারা। দেশে বিদেশেও মানুষ এই গানটি উপভোগ করার পাশাপাশি নানা ভিডিয়ো এবং রিলও তৈরি করে চলেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ইউটিউবে এখনও পর্যন্ত চার কোটিরও বেশি মানুষ শুনেছেন গানটি। প্রায় তিরিশ লাখেরও বেশি মানুষ শুধুমাত্র ইনস্টাগ্রামেই এটির রিল তৈরি করেছেন। টেলিভিশনের তারকা থেকে শুরু করে ইউটিউবার বা সাধারণ মানুষ, কেউই বাদ পড়লেন না সেক্ষেত্রে।

এই গানটি গেয়েছেন উত্তরাখণ্ডের লোকশিল্পী ইন্দর আর্য। যিনি এখনও পর্যন্ত যে ক’টি সুপারহিট গান গেয়েছেন, তাঁর সুবাদে সুপারস্টারও হয়েছেন। তিনি যতটা বিখ্যাত, তার থেকেও বেশি গানটি মন ছুঁয়ে গিয়েছে। ইন্দর খুব সাধারণ জীবনযাপন করেন। এবং একেবারেই একটি ছোট চাকরি করে আজ এই জায়গায় পৌঁছেছেন।

ইন্দর ২০ বছর ধরে একটি হোটেলে শেফ হিসাবে কাজ করেছিলেন। ইন্দর বলেছেন, তিনি প্রায় ১৫ বছর ধরে রাজস্থান, হরিয়ানা এবং পঞ্জাবের অনেক হোটেলে শেফ হিসাবে কাজ করেছিলেন। যদিও তিনি ছেলেবেলা থেকেই গান এবং সংগীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ইন্দর আর্যের পরিবার আলমোড়ার কাছে অবস্থিত বাগপালি গ্রামের বাসিন্দা। খুব সাধারণ পরিবার থেকে আসা ইন্দর ইন্টারমিডিয়েট পাশ করে বড় শহরে চলে যান। একটি হোটেলে শেফ হিসেবে কাজও শুরু করেন। ২০১৮ সালে, তাঁর কাজ দেখে সহকর্মীরা ইন্দরকে সংগীত জগতে যোগ দেওয়ার জন্য অনুরোধও করতে থাকেন। যাতে তিনি নিজের চেষ্টায় একটা জায়গা তৈরি করতে পারে।

এরপর তিনি আবারও গান গাইতে শুরু করেন। ইন্দর আর্য এখনও পর্যন্ত পাঁচশোর বেশি গান গেয়েছেন। তাঁর ২০টি গানের প্রায় দু’ কোটি ভিউ হয়েছে এবং প্রায় ৫০টি গান প্রতিটি ১০ লাখ ভিউ হয়েছে। ইন্দরের প্রথম গান তেরা লেহেঙ্গা হিট হয়েছিল এবং এখন গুলাবি শারারা হিট হয়ে গিয়েছে।

৪ মাস আগে মুক্তি পাওয়া এই গানটি ৩ মাস ধরে তেমন সাড়া না পেয়েও শেষ একমাসে ৪ কোটিরও বেশি মানুষ শুনেছেন। ৩০ লাখেরও বেশি মানুষ শুধুমাত্র ইনস্টাগ্রামেই এটির রিলই তৈরি করেছেন।

You might also like!