দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্যই গাঁটছড়া বেঁধেছেন সৌরভ- দর্শনা। আর বিয়ের পরই হাজির হয়েছে তাঁদের প্রথম বড়দিন। বিয়ের পর তাঁদের এই প্রথম বড়দিনে কী কী করলেন সৌরভ দর্শনা সেটাই তাঁরা ভক্তদের সঙ্গে এদিন শেয়ার করে নিলেন।
সৌরভ দর্শনার প্রথম বড়দিন
সৌরভ দাস এবং দর্শনা বণিকের বিয়ের পর এটাই তাঁদের প্রথম বড়দিন। সেই বিশেষ দিনটি এবং বছরের শেষ উৎসব কীভাবে কাটালেন সকাল থেকে রাত পর্যন্ত সেটাই তাঁরা এদিন ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।
দর্শনা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে এদিন তাঁর এবং সৌরভের একটি ছবি পোস্ট করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। ছবিতে দেখা যাচ্ছে তিনি সৌরভের উপর লাল সোয়েটার পর শুয়ে। অন্যদিকে আলোর দিকে তাকিয়ে আছেন অভিনেতা। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'মেরি ক্রিসমাস আমাদের তরফ থেকে আপনাদের।'
বড়দিনের রাতে তাঁদের পার্টি মুডেই দেখা যায়। একটি লাল ড্রেস পরে সান্টার বাজানো মিউজিকের সঙ্গে তাঁকে নাচতে দেখা যায়। সঙ্গে ছিলেন সৌরভও। অভিনেতাকে এদিন অল ব্ল্যাক লুকে দেখা যায়। এদিনের হাউজ পার্টিতে অন্যান্য বন্ধুদের সঙ্গে যোগ দেন অভিনেত্রী তথা সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাঁকে একটি মেরুন সোয়েটার এবং কালো প্যান্টে দেখা যায়। তাঁরা সকলে একসঙ্গে হাসিমুখে ছবি তোলেন এদিন।