Entertainment

1 year ago

Dev Birthday: ২৫ ডিসেম্বর দেবেরও বিশেষ দিন! মা-বাবা, বোন ও রুক্মিণীকে সঙ্গে নিয়ে কাটলেন কেক

Dev's Birthday Celebration (File Picture)
Dev's Birthday Celebration (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ ২৫ ডিসেম্বর, বড়দিন। অর্থাৎ যীশুর জন্মদিন। আবার অন্যদিকে টলিপাড়ার সুপারস্টার দেবের জন্মদিনও ২৫ ডিসেম্বর। যদিও সেলিব্রেশনের শুরুটা হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। ২২ ডিসেম্বর 'প্রধান'-এর প্রিমিয়ারের পরে, সেদিন রাতেই বান্ধবী রুক্মিণীকে পাশে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছিল সুপারস্টার দেবকে। ফের ২৪ ডিসেম্বরের রাতে দেব মাতলেন জন্মদিনের সেলিব্রেশনে।

২৪ তারিখ রাতে, মা-বাবা ও বান্ধবীকে পাশে নিয়ে কেক কাটেন সুপারস্টার দেব। সেই ছবি উঠে এসেছে তাঁর ফ্যানপেজে। সেখানে দেখা যাচ্ছে, ক্রুশ চিহ্ন আঁকা একটা সবুজ জ্যাকেট পরে হাসিমুখে পোজ দিয়েছেন দেব। তাঁর সামনে রাখা তিন তিনটি কেক। দেবের পাশে দেখা যাচ্ছে তাঁর মা মৌসুমী অধিকারী, বাবা গুরু অধিকারী, বোন দীপালি অধিকারীকে। ছবিতে দেবের মায়ের ঠিক পিছনেই দেখা যাচ্ছে বান্ধবী রুক্মিণী মৈত্রকে। এছাড়াও রয়েছেন পরিচালক রাজা চন্দ সহ আরও অনেকেই। একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে জন্মদিনের কেকে অবশ্য দেব নয়, লেখা ছিল তাঁর আসল নামটাই, দীপক।

You might also like!