Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (বুধবার, মার্চ ২৯ ,২০২৩ )

news
news

 

লক্ষ লক্ষ টাকা নিয়ে স্বাস্থ্য দফতরের চাকরি বিক্রি!

নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করতে হাজির দুই প্রার্থী। সরকারি গ্রুপ সি পদের নিয়োগপত্র নিয়ে হাজির হন দু'জন। তবে, সরকারি বিজ্ঞপ্তি ছাড়ায় গ্রুপ-সি পদে নিয়োগ নিয়ে সন্দেহ হয় মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেখতে চান মেডিক্যালের এমএসভিপি। দুই প্রার্থী মোবাইলে তাঁদের নিয়োগপত্র দেখান। এতে আরও সন্দেহ বাড়ে। চাকরিপ্রার্থী দুই জনকে অফিসে অপেক্ষা করতে বলে মেডিক্যালের কর্তারা খবর দেন পুলিশে। দু'জনকে পুলিশ আটক করে। পরে পুলিশে অভিযোগও করা হয় মেডিক্যালের পক্ষ থেকে। তাঁদের অভিযোগের ভিত্তিতে ঘটনায় মূল অভিযুক্ত হবিবপুরের প্রকাশ সাহাকে পুলিশ গ্রেফতার করেছে। লক্ষাধিক টাকার বিনিময়ে দুই চাকরিপ্রার্থীকে ‘ভুয়ো’ নিয়োগপত্র দেয় ধৃত যুবক, দাবি পুলিশের।


মানিক ভট্টাচার্যের মিথ্যা বলার অভ্যাস আছে

প্রাথমিক দুর্নীতি মামলা নিয়ে এবার বড়সড় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। টেট ২০১৪ সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার তিনি বলেন, "নির্দ্বিধায় মিথ্যা বলার অভ্যাস মানিক ভট্টাচার্যের আছে৷ আদালতের সামনে সেটা প্রমাণিতও হয়েছে।" সিবিআই সূত্রে খবর, ২০১৪-র টেটের OMR সরবরাহের জন্য কোনও টেন্ডার ডাকা হয়নি,  জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন মানিক ভট্টাচার্য। রিপোর্টে সিবিআইএর দাবি অনুযায়ী মানিক আরও জানিয়েছেন, ২০১২ র টেটের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। সেখানেই প্রথম বরাত পায় এস.বসু রায় অ্যান্ড কোম্পানি। ভাল কাজ করায় এবং অন্য কেউ টেন্ডার জমা না দেওয়ায় ফের বরাত দেওয়া হয় এস.বসু রায় অ্যান্ড কোম্পানিকে।


নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দুই শিক্ষক

৬ বছর পর বিচার পেতে চলেছে রানিকুঠির জিডি বিড়লা-কাণ্ডের নির্যাতিতা নাবালিকা। ২০১৭ সালের সেই মামলায় দোষী সাব্যস্ত হলেন দুই শিক্ষক। ২০১৭ সালে এক ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল হয়েছিল শহর। অভিযোগের ভিত্তিতে ওই স্কুলেরই দুই শারীরশিক্ষার শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল। সেই দুই শিক্ষককেই বুধবার দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। আগামী ৩১ মার্চ তাঁদের সাজা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। যাদবপুর থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ওই নাবালিকার অভিভাবকেরা। পরে নির্যাতিতার গোপন জবানবন্দি দেওয়া হয়। করা হয় শারীরিক পরীক্ষাও। লালবাজারে তলব করা হয়েছিল স্কুলের অধ্যক্ষকে।


দেবাঞ্জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি

ভুয়ো ভ্যাকসিন মামলায় ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব-সহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। চার্জশিটে নাম রয়েছে দেবাঞ্জন ও তাঁর সহকারি কাঞ্চন দেবের। তাঁরা দুজন মিলেই জালিয়াতি করেছে বলে অভিযোগ। ভুয়ো আইএএস পরিচয় দিয়ে ৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগ দেবাঞ্জনের বিরুদ্ধে। ৫৫ পাতার চার্জশিট পেশ করেছেন ইডি আধিকারিকরা। ২৬ জন সাক্ষীর নাম রয়েছে। এক বছর ১০ মাসের মাথায় চার্জশিট পেশ। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছে দেবাঞ্জন। ২০২১ সালের জুন মাসে কসবায় ভুয়ো প্রতিষেধক শিবির চালানোর অভিযোগে দেবাঞ্জনকে গ্রেফতার করেছিল কসবা থানার পুলিশ। 


এসসিও-র মঞ্চ থেকে চিনকে ডোভালের কড়া বার্তা

চিনের নাম পর্যন্ত মুখে নিলেন না, কিন্তু সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মঞ্চে ঘুরিয়ে বেজিংকেই সতর্ক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বুধবার (২৯ মার্চ) নয়া দিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে উদ্বোধনী ভাষণ দেন অজিত ডোভাল। অজিত ডোভাল বলেন, “এই বৈঠকের সনদে সদস্য দেশগুলিকে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা রাখা এবং রাষ্ট্রীয় সীমানার লঙ্ঘন না করা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ না করার বা বলপ্রয়োগের হুমকি না দেওয়া এবং সংলগ্ন অঞ্চলে একতরফা সামরিক শ্রেষ্ঠত্ব জাহির না করার আহ্বান জানানো হয়েছে।”


দৈনিক সংক্রমণ গত পাঁচ মাসে সর্বোচ্চ,

গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে দেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে উঠে এসেছে আক্রান্তের সংখ্যা। এই দৈনিক সংক্রমণ গত পাঁচ মাসে সর্বোচ্চ। দৈনিক আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় দেশে সক্রিয় রোগীও বাড়ছে। সোমবারই দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছিল। এখন তা ১১ হাজার ৯০৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৫১ শতাংশ। এই পরিস্থিতিতেই ফের কোভিড টাস্ক ফোর্স এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।


ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

সপ্তাহ পার হতে না হতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বুধবার ভোরেই ফের কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এ দিন ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।  ভূমিকম্পের জেরে এখনও অবধি ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। গত সপ্তাহের ভূমিকম্পের প্রভাব আশেপাশের দেশে অনুভূত হলেও, এবারের ভূমিকম্প কেবল আফগানিস্তানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানে ভূমিকম্প হয়। ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। 


অনুশীলনে খুঁড়িয়ে হাঁটছেন ধোনি!

এ বার চোট আতঙ্ক চেন্নাই সুপার কিংস শিবিরে! আইপিএল শুরু হতে মাঝে মাত্র আর একটা দিন। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট জায়ান্টসের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনিকে ফের একবার বাইশ গজে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। আইপিএলের বল গড়ানোর ঠিক আগেই চোটের আতঙ্ক সিএসকে শিবিরে। অনুশীলনে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সম্ভবত ধোনির বাঁ পায়ে চোট লেগেছে। ধোনির হাঁটুতে নি ক্যাপ পরানো রয়েছে। যা দেখে ব্যপক দুশ্চিন্তায় পড়ে গিয়েছে সিএসকে ও ধোনি অনুরাগীরা। 


নীতীশ কি কয়েক ম্যাচের ক্যাপ্টেন

নীতীশ রানা ঠিক ক’ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছেন? নাইট ভক্তরা এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, সাকিল আল হাসান হাসান সহ বেশ কয়েকজন সিনিয়র এবং কয়েকজন ম্যাচ উইনার কেকেআর টিমে থাকা সত্ত্বেও তাঁদের ক্যাপ্টেন হিসেবে ভাবা হয়নি। পরিবর্তে নীতীশ রানাকে বাছা হয়। রাসেলদের মতো তারকারা কয়েক ম্যাচের জন্য অধিনায়ক হতে চান না বলে নীতীশকে নেতা বাছা হয়েছে? সেই তত্ত্বকে খানিকটা হলেও সমর্থন দিয়ে গেলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি যা বলেছেন, তা যদি মানতে হয়, তা হলে নীতীশ হয়তো কয়েক ম্যাচ পরেই আর নেতা থাকবেন না।


সামান্থাকে ২০০ কোটি টাকা দিতে চেয়েছিলেন নাগা

সামান্থা প্রভু রাউথ, যাঁর অভিনয় দাপটই যথেষ্ট ভক্তদের মন জয় করার জন্য। তবে একদিকে যখন ঝড়ের গতিতে এগোচ্ছে কেরিয়ার, ঠিক তখনই ব্যক্তিজীবনেও ঝড়ে বয়ে যায় তাঁরা। বিবাহ বিচ্ছেদ হলেও কোনওদিন মাথা নত করতে রাজি ছিলেন না সামান্থা। শোনা যাচ্ছে বিচ্ছেদের পর ভরণপোষনের জন্য সামান্থাকে ২০০ কোটি টাকা দিতে চেয়েছিলেন নাগা এবং তাঁর পরিবার। কিন্তু সামান্থা নাকি কোনও টাকা নিতে রাজি হননি। সূত্রের খবর, এই বিয়ে ভাঙা সামান্থার কাছে হৃদয় বিদারক। অভিনেত্রী অত্যন্ত অস্বস্তিতে ছিলেন। সামান্থা অতীতে জানিয়েছিলেন, এই সম্পর্ক থেকে শুধুমাত্র ভালবাসা চেয়েছিলেন তিনি। এ ছাড়া আর কিছুই নয়।

You might also like!