Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 শনিবার,মার্চ ১৮ ,২০২৩ )

Top109
Top109

 

তালা ভেঙে শান্তনুর বাড়ি-রিসর্টে চলছে ইডির চিরুনি তল্লাশি

শনিবার সকাল থেকে হুগলির বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির আরও তথ্য প্রমাণ জোগাড় করতে শান্তনুর বলাগড় এবং ব্যান্ডেলের বাড়িতেই তালা ভেঙে তদন্ত শুরু করে ইডি। শান্তনুর বিলাসবহুল বাড়ি ও রিসর্টের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। শুরু হয়েছে তল্লাশি প্রক্রিয়া। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড় এবং ব্যান্ডেল চার্চের কাছেও কিছু জায়গায় হানা চালিয়েছে ইডি। এই জায়গাগুলির সঙ্গেও হুগলির বলাগড়ের বাসিন্দা শান্তনুর যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর।


ডিএ-র মঞ্চে অসুস্থ এক শিক্ষক

অনশন মঞ্চে ফের অসুস্থ হয়ে পড়লেন আরও এক আন্দোলনকারী। মহার্ঘ ভাতার দাবিতে শনিবার ৩৭ দিনে পড়ল সরকারি কর্মী সংগঠনগুলির যৌথমঞ্চের অনশন। এদিন সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও যোগ দিয়েছেন অনশনে। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন এক শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষক সমরেন্দ্রনাথ রায় অসুস্থ হয়ে পড়েন মঞ্চেই। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর আগেও একাধিক আন্দোলনকারীকে অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে, তবু মঞ্চ ছাড়তে রাজি হননি তাঁরা। অনশনের পাশাপাশি শনিবার থেকে ডিজিটাল স্ট্রাইক শুরু করেছেন আন্দোলনকারীরা। 


টুইট-বোমা শুভেন্দুর

সরকরি ও সরকার অনুমোদিত স্কুলগুলির পোশাক তৈরি নিয়ে টুইটারে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পোশাক তৈরিতে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর বক্তব্য, ‘SHG (স্বনির্ভরগোষ্ঠী) সদস্যাদের নির্দেশ দেওয়া হচ্ছে স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের পোশাকের মাপ নিতে আর পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয়ভাবে নিজের পছন্দের কোনও সংস্থার মাধ্যমে (যার নির্বাচন নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে) আগে থেকে ঠিক করা নিম্নমানের পূর্ব নির্ধারিত গড় মাপের কাপড় (কাট মানির বিনিময়ে) সরবরাহ করার পরিকল্পনা করে বসে রয়েছে।’ যদিও তৃণমূলের বক্তব্য, বাংলাকে বদনাম করার জন্য শুভেন্দু অধিকারী এ ধরনের বহু অভিযোগই করেন। 


সুপ্রিম কোর্টের দ্বারস্থ ED

আইনজীবী সঞ্জয় বসুর মামলায় এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরে। চিটফান্ড মামলায় কলকাতার এই আইনজীবীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। পরে তাঁকে ইডি দফতরে তলবও করা হয়। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয় বসু। তাঁর আর্জি মেনে তাঁকে রক্ষাকবচ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কেন তাঁকে রক্ষাকবচ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তদন্তকারী সংস্থা। ইডি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, চিটফান্ড সংস্থার কয়েকজন ডিরেক্টর ও সুবিধাভোগীদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সেই তালিকায় নাম ছিল সঞ্জয় বসুর। 



ED-কে ‘চড়াম-চড়াম’ বার্তা কেষ্টর

ইডি হেফাজতে কাটছে দিন। রয়েছেন দিল্লিতে। রাজধানীতে বসেই বিস্ফোরক কেষ্ট। স্পষ্ট দাবি, ‘আমার কিচ্ছু হবে না। আমার পিছনে দল আছে। আপনারা আমার কিছুই করতে পারবেন না।’ সূত্রের খবর, ইডি-র তদন্তকারী আধিকারিককে এ কথা বলেছেন অনুব্রত। প্রসঙ্গত, দুর্নীতির ইস্যুতে কাউকে রেয়াত করা হবে না। পার্থ চট্টোপাধ্যায় থেকে কুন্তল-শান্তুনুকে বহিষ্কারের মাধ্যমে এই অবস্থান যেন স্পষ্ট করতে চেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও বীরভূম তৃণমূলের জেলা সভাপতি এখনও আছেন স্বমহিমায়। চলেনি কাঁচি। উল্টে কয়েকমাস আগে রামপুরহাটে অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেষ্টকে ‘বাঘ’ এর সঙ্গে তুলনা করেন ফিরহাদ হাকিম। 


সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতিও!

সোশ্যাল মিডিয়ার যেমন ভাল অনেক দিক রয়েছে, তেমন খারাপ দিকও রয়েছে বেশ কিছু। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হল তার মধ্যে অন্যতম। অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, প্রায় সকলেই কখনও না কখনও সোশ্য়াল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন। এবার ট্রোলিংয়ের শিকার হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সম্প্রতিই শিবসেনা বনাম শিবসেনা মামলার শুনানিতে মহারাষ্ট্রের নতুন সরকার গঠন নিয়ে প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশীয়ারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর ওই মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং। এই ঘটনার তীব্র সমালোচনা করেই একাধিক বিরোধী সাংসদ রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন।


ইমরান খানের বাড়ির দখল নিল পুলিশ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁড়া যেন কিছুতেই যাচ্ছে না। একাধিক মামলা নাচছে তাঁর ঘাড়ে। এক মামলায় রক্ষাকবচ পাচ্ছেন, তো অন্য মামলা নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান পুলিশ। তোশাখানা মামলায় আজ হাজিরার জন্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী পিটিআই কর্মীদের নিয়ে ইসলামাবাদের উদ্দেশে রওনা হতেই তাঁর লাহোরের বাড়ির দখল নিল পুলিশ। গেট ভেঙে, ব্যারিকেড সরিয়ে ক্যাপ্টেনের বাড়ি ঢুকে পড়ে পুলিশ। ইমারানের বাড়ির বাইরে ব্যাপক ধরপাকড় শুরু হয়। বাড়ির বাইরে চলে গুলিও। জানা গিয়েছে, গোটা বাড়ির দখল নিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, বাসভবনের সামনেই পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ বাঁধে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের কর্মীদের। 


অবসরে এবিডি-গেইলের আরসিবির জার্সি

আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আরসিবির জার্সি নম্বর ১৭ এবং ৩৩৩ বেশ জনপ্রিয়। কারণ এই দু’টি জার্সি পরতেন যথাক্রমে প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স এবং ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এ বার সিদ্ধান্ত নিয়েছে এই দু’টি জার্সি তুলে রাখার। বর্তমানে এবিডি ও গেইল আর আইপিএলে খেলেন না। যার ফলে, আরসিবি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই দুই তারকার জার্সি নম্বর আর কাউকে দেওয়া হবে না। ১৭ ও ৩৩৩ নম্বর জার্সি দু’টিকে অবসরে পাঠানোর পাশাপাশি আরসিবির পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হবে এই দুই জার্সির মালিককে।


রোনাল্ডোতে আস্থা রাখলেন কোচ

কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। বিশ্বকাপের সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপর প্রত্যাশা ছিল পর্তুগালের। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তবুও তাঁর উপরেই ভরসা রাখছেন কোচ রবার্তো মার্টিনেজ। ২০২৪ সালের ইউরো কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে পর্তুগালের হয়ে আবার মাঠে নামতে চলেছেন তিনি। রোনাল্ডো ছাড়াও আরও কয়েকজন ফুটবলারের উপরে ভরসা রেখেছেন কোচ মার্টিনেজ। এই কোয়ালিফায়ারে লিচেনস্টাইন এবং লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল। এই দুই ম্যাচের প্রস্তুতি এখন থেকেই সেরে নিচ্ছেন মার্টিনেজ। ইতিমধ্যেই সম্ভাব্য প্লেয়ারদের তালিকাও সামনে এসেছে।


ঋতাভরী ও আবীরের নতুন ছবিতে গান গাইবেন জাভেদ আলি

'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ও 'বাবা বেবি ও'-র পর আবারও উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে অরিত্র মুখোপাধ্যায়ের তৃতীয় ছবি 'ফাটাফাটি' আসছে বড় পর্দায়। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়কে। প্রায় এক বছর আগে এই ছবির প্রথম টিজার মুক্তি পেয়েছিল। ইতিমধ্যেই জানা গিয়েছে ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ছবিতে থাকবে জাভেদ আলির কণ্ঠে একটি গান। উইন্ডোজের পেজ থেকেই শেয়ার করা হয় গানটির টিজার। ক্যাপশনে লেখা 'বিখ্যাত গায়ক জাভেদ আলি, 'ফাটাফাটি'তে গান গেয়েছেন, শীঘ্রই আসছে, সঙ্গে থাকুন'। যেখানে দেখা গিয়েছে রেকডিং স্টুডিওতে জাভেদ গানটি গাইছেন।

You might also like!