দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১/ অনুব্রত-কন্যার বেতন বন্ধ করল পর্ষদ
বেতন বন্ধ হয়ে গেল সুকন্যা মণ্ডলের। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে স্কুলে না গিয়ে বাড়ি বসে বেতন নেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গত জানুয়ারি মাস থেকে সুকন্যার বেতন বন্ধ হয়ে গিয়েছে।
২/ মানিকের পর তাঁর স্ত্রী, পুত্রও জেলে, নির্দেশ দিল বিশেষ আদালত
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র শৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তাঁরা।
৩/ শিবসেনার মালিক থাকছেন শিন্ডেই
কিছু দিন আগেই দেশের নির্বাচন কমিশন শিবসেনা নাম এবং প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছিল দলের বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে এবং তাঁর শিবিরকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্ট অবশ্য কমিশনের সিদ্ধান্তে কোনও স্থগিতাদেশ দিতে চায়নি। যার অর্থ আপাতত শিবসেনা নাম এবং প্রতীক ব্যবহার করে যেতে পারবে শিন্ডে শিবির।
৪/ ত্রিপুরার ভোটে ‘প্রহসন’ হয়েছে অভিযোগ মমতার
ত্রিপুরায় ভোটের ফলঘোষণা ২ মার্চ। তার আগে মেঘালয়ের ভোটের প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ভোটের নামে ‘প্রহসন’ হয়েছে ত্রিপুরায়। মমতার কথায়, যে ৯২ শতাংশ ভোট পড়েছে, তার পুরোটাই হয়েছে ভয় দেখিয়ে, সন্ত্রাস করে। যা শুনে মমতার বিরোধী শিবিরের একাংশ মনে করছে, তা হলে কি ত্রিপুরায় ভোটের ফলাফল নিয়ে খুব একটা ‘আশাবাদী’ নন তৃণমূলনেত্রী? সেই কারণেই তিনি আগে থেকেই ত্রিপুরার ভোটকে ‘প্রহসন’ বলে বর্ণনা করছেন?
৫/ জেলে চোট পেলেন পার্থ চট্টোপাধ্যায়
জেলে যে সেলে রয়েছেন পার্থ, তার পাশে লনে হাঁটতে গিয়েছিলেন। হঠাৎ তিনি জোরে হেঁটে নিজের সেলের দিকে আসছিলেন তিনি। কিন্তু ওই সেলে পৌঁছনোর আগে ৭ নম্বর সেলের সামনে হুমড়ি খেয়ে পড়ে যান পার্থ। তাঁর ঠোঁটের পাশে ছড়ে যায়। এ ছাড়া হাতেও তিনি আঘাত পেয়েছেন বলে খবর। তড়িঘড়ি জেলেই তাঁর চিকিৎসা হয়। পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় পার্থকে।
৬/ রাজ্যের তৃণমূল সরকারের উপর ‘অভিমান’ জমেছে কল্যাণের
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার দাবি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে তাঁর সুনির্দিষ্ট কিছু প্রস্তাব থাকলেও এ বিষয়ে রাজ্য সরকারকে কোনও পরামর্শ দিতে চান না বলেও জানিয়েছেন কল্যাণ। এ ব্যাপারে রাজ্যের তৃণমূল সরকারের উপর তাঁর অভিমানের কথাও গোপন করেননি তিনি। রাজ্য সরকারের ‘বড় বড়’ কৌঁসুলিরা কেন এই পরামর্শ রাজ্য প্রশাসনকে দিচ্ছেন না, তা নিয়ে বিস্ময়প্রকাশ করেন তিনি। শ্রীরামপুরের সাংসদের কথায়, “রাজ্যকে এ নিয়ে আমি কোনও পরামর্শ দেব না। তাদের এখন অনেক বড় বড় আইনজীবী রয়েছেন। জানি না কেন তাঁদের বুদ্ধিতে এ সব আসছে না!”
৭/ ভেনিসের খালে জল নেই, চরায় আটকে পর পর গন্ডোলা
ভাটার টানে হাহাকার ভেনিসে। একে বৃষ্টি নেই, দোসর হয়েছে ভাটা। আর তাতেই শুকিয়ে কাঠ ভুবন জোড়া যার খ্যাতি, সেই ভেনিসের খাল। ইতিউতি কাদায় আটকে গন্ডোলা। শীত যত বাড়ছে, কপালের ভাঁজ ততই চওড়া হচ্ছে ভেনিসের গন্ডোলা ব্যবসায়ীদের।
৮/ শাহিন আফ্রিদির উপর ক্ষুব্ধ শোয়েব আখতার
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে নভেম্বর মাসে। তিন মাস কেটে গিয়েছে তার পর থেকে। কিন্তু শাহিন আফ্রিদির একটি সিদ্ধান্ত আজও মানতে পারছেন না শোয়েব আখতার। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড। সেই ম্যাচে পুরো ৪ ওভার বল করেননি আফ্রিদি। তাঁর চোট ছিল। কিন্তু আফ্রিদির মতে, চোট নিয়েও বল করা উচিত ছিল পাকিস্তানের বাঁহাতি পেসারের।বিশ্বকাপের ফাইনালে মাত্র ২ ওভার বল করেছিলেন শাহিন। কিন্তু তিনি বাকি ২ ওভার বল করতে না পারায় সহজেই জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড।
৯/ রোনাল্ডোর হাতে ২৫ হাজারের আংটি, ব্রেসলেটে লুকিয়ে রয়েছে একাধিক তথ্য
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আড়াই বছরের চুক্তিতে সৌদির ক্লাবে ফেলবেন সি আর সেভেন সেই ক্লাবের পুষ্টিবিদ জানালেন, রোনাল্ডোর ফিটনেসের পিছনে লুকিয়ে থাকা রহস্যের কথা।রোনাল্ডোর ফিটনেসের পিছনে একটি আংটি এবং ব্রেসলেটের কথা বলেছেন ব্লেসা। তিনি বলেন, “রোনাল্ডোর সঙ্গে কথা বলাটা আমার কাছে শিক্ষা পাওয়ার মতো। খাওয়াদাওয়া এবং বিশ্রাম কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আমরা আলোচনা করি। রোনাল্ডোর হাতে একটা আংটি এবং ব্রেসলেট রয়েছে। রোনাল্ডো কত ক্ষণ ঘুমাচ্ছে সেটা ওই আংটিতে ধরা পড়ে। সেই সঙ্গে কতটা পরিশ্রম করছে রোনাল্ডো, সেই তথ্যও দেখতে পাওয়া যায়। হৃদ্ স্পন্দন, শরীরের তাপমাত্রা সব তথ্যই জমা হয় ব্রেসলেটে।” আংটিটির দাম ২৫ হাজার টাকা।
১০/ রেখাকে নিজের সিরিজ়ে চাইছেন ভন্সালী
কিছু দিন আগেই শোনা গিয়েছিল, সঞ্জয়ের ‘হীরামাণ্ডি’-তে থাকছেন রেখা। অচিরেই জানা যায় এটি গুজব, রেখা থাকছেন না এই সিরিজ়ে। সম্প্রতি জানা গেল, অভিনেত্রী নিজে আগ্রহী না হলেও পরিচালক বার বার অভিনেত্রীকে চেয়েছেন এই সিরিজ়ে। আটটি পর্ব হবে এর। সঞ্জয় নাকি চেয়েছিলেন, রেখা যেন এই সিরিজ়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। কিন্তু অভিনেত্রীর অনাগ্রহের কারণেই তখন কথাবার্তা খুব বেশি এগোয়নি।পরিচালক অবশ্য হাল ছেড়ে দেননি। এখনও নাকি কথা চালাচালি হচ্ছে দু’জনের মধ্যে। এখন অবশ্য রেখাকে তুলনায় ছোট একটি চরিত্রে চাইছেন সঞ্জয়। কানাঘুষো শোনা যাচ্ছে, একটি বিশেষ গানের দৃশ্যে অন্তত রেখাকে চাইছেন পরিচালক।