Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (বুধবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৩ )

top 10news
top 10news

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১. মমতার সঙ্গে বৈঠক এড়ালেন শুভেন্দু


বৈঠকের টেবিলে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ২৫ নভেম্বরের ঘটনার পুনরাবৃত্তি হল না বুধবার। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে যোগই দিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও, তাঁকে বাদ দিয়েই সংক্ষিপ্ত আকারে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে হয় এদিনের বৈঠক। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন ডিজিপি শ্রী বীরেন্দ্র। এদিকে বীরেন্দ্রর নির্বাচন ও  নিয়োগকে অবৈধ বলে দাবি করে নিয়োগে অনুমোদন না দেওয়ার জন্য রাজ্যপালের কাছে দাবি জানান শুভেন্দু।



২.শহরে ফের আয়কর হানা


শহর কলকাতায় ফের আয়কর হানা। এবার ট্যাংরায়। বুধবার সকাল প্রায় সাড়ে ন’টা নাগাদ পূর্ব কলকাতার ট্যাংরায় এক অভিজাত আবাসনে হানা দেয় আয়কর আধিকারিকরা। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। মোট চারটি গাড়িতে আয়কর দফতরের কর্তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই আবাসনে পৌঁছান। সেখানে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আধিকারিকরা। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর দেশ-বিদেশের চিংড়ির ব্যবসা রয়েছে। জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীর নাম মামরাজ আলি। কী কারণে এই আয়কর হানা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ব্যবসায়িক ক্ষেত্রে আয়ের হিসেব সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন তাঁরা।




৩.কলকাতা-হাওড়ায় বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেবে ড্রোন


করোনাভাইরাস মহামারির সময় থেকেই ঘরে ঘরে ওষুধ সরবরাহ করার পরিষেবা জনপ্রিয় হয়েছে। বিভিন্ন প্রথম সারির ওষুধ বিক্রেতা এই পরিষেবা চালু করেছে। প্রবীণ নাগরিকরা এর ফলে দারুণ উপকৃত হয়েছেন। কিন্তু এই পরিষেবার ক্ষেত্রে, কলকাতা বা যমজ শহর হাওড়ার রাস্তায় যানজট একটা বড় বাধা। যানজটের কারণে অনেক সময়ই প্রয়োজনীয় সময়ে ওষুধ হাতে পাওয়াটা সমস্যার হয়ে দাঁড়ায়। তবে, এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। কলকাতাতেও এবার চালু হল ড্রোন মারফৎ ঘরে ঘরে ওষুধ সরবরাহ পরিষেবা। এর জন্য এগিয়ে এসেছে দিল্লির এক স্টার্ট-আপ সংস্থা টিএসএডব্লু টেকনিট স্পেস অ্যান্ড অ্যারো ওয়ার্কস।




৪. সরকারের ডিএ ঘোষণাকে প্রত্যাখ্যান সরকারি কর্মীদের


রাজ্য সরকারের ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ জানালো রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠন৷ রাজ্যের এই ডিএ-কে ভিক্ষাবৃত্তি বলেও কটাক্ষ করেছেন সরকারি কর্মচারীরা৷ তাঁদের ক্ষোভ, এই তিন শতাংশ ডিএ পেলেও রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক দাঁড়াবে ৩২ শতাংশ৷ এ দিন রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আগামী ১ মার্চ থেকে অতিরিক্ত তিন শতাংশ ডিএ দেওয়া হবে৷ ডিএ নিয়ে ঘোষণার জন্য আজ পর্যন্ত সরকারকে সময়সীমা দিয়েছিল আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সংগঠন সরকারি কর্মচারী ঐক্য মঞ্চ৷




৫. SDPOর শরীর ম্যাসাজ করে দিচ্ছেন পুলিশকর্মীরা!


থানার বাইরে দালানে শুয়ে রয়েছেন ডিএসপিও। তাঁর শরীরে মালিশ করে দিচ্ছেন লেডি কন্সটেবল। হাত-পা টিপছেন অন্য পুলিশ কর্মীরাও। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই ভিডিয়ো। এই ভিডিয়োকে ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন পুলিশ কর্মীরা। চারজন মহিলা পুলিশকর্মী সহ মোট সাতজন পুলিশ কর্মী অভিযোগ করলেন, ডিএসপি স্তরের এক আধিকারিক তাদের দিয়ে জোর করে শরীর ম্যাসাজ করান, এমনকী নিজের জামাকাপড়ও কাচান। ঘটনাটি ঘটেছে বিহারের পটনায়। বিহারের ফুলওয়াড়ি শরিফের এসডিপিও-র বিরুদ্ধেই উঠেছে এই অভিযোগ।




৬.বাল্যবিবাহ মামলায় গ্রেফতারি ‘ধৃতদের পরিবারকে সমস্যায় ফেলেছে’


বাল্যবিবাহ নিয়ে ক্ষোভ অব্যাহত অসমে। ক্ষোভের বিষয়টি নজর এড়ায়নি হাইকোর্টেরও। গুয়াহাটি হাইকোর্টে এ সংক্রান্ত মামলাও উঠেছে। সেই মামলার শুনানিতেই আদালত জানিয়েছে, সরকারের এই পদক্ষেপ মানুষের জীবনকে সমস্যায় ফেলে দিচ্ছে। এমনকি বাল্যবিহারের মামলায় পকসো ধারার উপযোগিতা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বাল্যবিবাহ অসমের এক বড় সমস্যা। সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মার সরকার সিদ্ধান্ত নেয় বাল্যবিবাহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সেই তালিকা তৈরি করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ গ্রেফতার করেছে ৩ হাজারেরও বেশি ব্যক্তিকে। এদের সকলের বিরুদ্ধেই নাবালিকাকে বিয়ে করার অভিযোগ রয়েছে। 




৭. জোড়া বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড


সাইক্লোন গেব্রিয়েলের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড। বুধবার (১৫ ফেব্রুয়ারি), এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম ওয়েলিংটন। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। প্রাথমিক খবর অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা বেজে ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়েছে। পারাপারাউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাটি থেকে ৫৭ কিলোমিটার নীচে ছিল এই ভূমিকম্পের উৎকেন্দ্র। ভূমিকম্পের জেরে কোনও বড় মাপের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। স্থলভাগেই ভূমিকম্পটি হওয়ায়, সুনামির সতর্কতাও জারি করা হয়নি।




৮. আরসিবিতে যোগ দিলেন সানিয়া মির্জা


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে যোগ দিলেন ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জা। প্রচুর ক্রিকেটার বন্ধু রয়েছে তাঁর। বিয়ে করেছেন ক্রিকেটারকে। এ বার নিজেও ক্রিকেটের আঙিনায়। টেনিস ব়্যাকেট পাকাপাকিভাবে তুলে রাখবেন এ মাসেই। আগেই ঘোষণা করে দিয়েছেন সানিয়া। খেলোয়াড় হিসেবে অবসরের পরবর্তী কেরিয়ারের পথটাও সুগম করে রাখলেন সানিয়া। তাহলে কি স্বামী শোয়েবের মতো ব্যাট হাতে নামবেন সানিয়া? নাহ্, ওসব ভাবনার কোনও জায়গা নেই। বিরাট কোহলির দল আরসিবিতে মেন্টর হিসেবে যোগ দিয়েছেন তিনি। 




৯. তিন ফরম্যাটেই এক নম্বর দল ভারত


রোহিত শর্মার নেতৃত্বে ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট। এই প্রথম টি-২০, ওডিআই ও টেস্ট তিন ফরম্যাটেই ব়্যাঙ্কিংয়ের মগডালে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে চলছে বর্ডার গাভাসকর ট্রফি। নাগপুরে সিরিজের প্রথম টেস্টে প্যাট কামিন্সের অস্ট্রলিয়াকে দুরমুশ করে ইনিংসে জিতেছে ভারত। তারপরই অজিদের সিংহাসনচ্যুত করে টেস্ট ব়্যাঙ্কিংয়ে পয়লা নম্বর স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। এর আগে কখনও একসঙ্গে তিন ফরম্যাটে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছয়নি ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বকালে সেই রেকর্ডও গড়া হয়ে গেল। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে লাল বলের ফরম্যাটে মগডালে টিম ইন্ডিয়া।



১০. বাঙালি অভিনেত্রীর প্রেমে স্মিতা পাটিলের ছেলে


টেকেনি প্রথম বিয়ে। ২০১৯ সালে বিয়ে করে প্রথম লকডাউনের সময়েই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। প্রাক্তন স্ত্রী সানিয়া সাগর এখন অতীত। নতুন সম্পর্কে জড়িয়েছেন স্মিতা পাটিল এবং রাজ বব্বরের ছেলে, অভিনেতা প্রতীক বব্বর। বাঙালি অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট করলেন প্রতীক। আগেই জল্পনা ছিল, মুম্বইয়ের বাঙালি নায়িকা প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন প্রতীক। কিন্তু দু'জনের কেউই সেই বিষয়ে মুখ খোলেননি এতদিন। অস্বীকারও করেননি, স্বীকারও করেননি। কিন্তু প্রেম দিবসে নিজেদের প্রেমের কথা জানালেন ভক্তদের। প্রকাশ পেল ভালবাসা।

You might also like!