Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (রবিবার , ফেব্রুয়ারী ১২, ২০২৩ )

durenta barta
durenta barta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 


 
১/ হায়দরাবাদে পৌঁছালেন জ্যোতিপ্রিয় মল্লিক 


চোখে রক্তক্ষরণের সমস্যা নিয়ে চিকিৎসা করাতে তড়িঘড়ি হায়দরাবাদ গেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সকালের বিমানে তিনি হায়দরবাদ গিয়েছেন বলে খবর। গত সপ্তাহে তাঁর চোখের সমস্যা শুরু হয়। অতিরিক্ত সুগারের কারণে গত কয়েক বছর ধরে চোখের সমস্যা শুরু হয়েছে তাঁর।  

২/ ট্রেনের মধ্যে ১০ কোটির সোনা ! গ্রেফতার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চার যাত্রী 


কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ১০ কোটি টাকার সোনা-সহ চার জনকে গ্রেফতার করল ডিআরআই। শনিবার রাতে ট্রেনের ৪ যাত্রীর কাছে তল্লাশি চালিয়ে মোট ১৮ কেজি ৬৫৭ গ্রাম সোনা উদ্ধার হয়। সোনা গলিয়ে তা দিয়ে ছোট ছোট প্লেট তৈরি করেছিলেন অভিযুক্তরা। সেগুলিকে রং করে কার্বন পেপার দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। যাতে সহজেই কোমরের বেল্টের সঙ্গে ওই সোনা আটকে নেওয়া যায়। এ ভাবেই সোনা পাচারের ছক কষেছিলেন অসমের চার যুবক। 

 

৩/ দেশে প্রথম হতে চলেছে ‘ফ্রোজেন লেক ম্যারাথন’ 


দেশে প্রথম ‘ফ্রোজেন লেক ম্যারাথন’ অনুষ্ঠিত হতে চলেছে লাদাখের প্যাংগং সো-তে। ১৩ হাজার ৮৬২ ফুট উচ্চতায় এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। রবিবার এমনই জানিয়েছেন শীর্ষ এক সরকারি আধিকারিক। 


৪/ বাস্তবের ‘থ্রি ইডিয়েটস’ দেখল কাশ্মীরের এক গ্রাম  


বাস্তবের ‘থ্রি ইডিয়েটস’! যে ভাবে পর্দায় র‌্যাঞ্চো ভিডিয়ো কলে চিকিৎসক প্রিয়ার সাহায্য নিয়ে প্রসব করিয়েছিলেন, তেমনই যেন ঘটল কাশ্মীরে।টানা তুষারপাতে মূল জনপদ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কাশ্মীরের কুপওয়াড়া জেলার প্রত্যন্ত গ্রাম কেরান। ওই গ্রামেরই অন্তঃসত্ত্বা এক মহিলা প্রসবযন্ত্রণায় কাতরাতে কাতরাতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছন। কিন্তু সেখানে প্রসব করানোর মতো প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না। কাশ্মীরের এই  প্রান্তিক অঞ্চলে সন্তানপ্রসবে সহায় হল হোয়াট্‌সঅ্যাপ। মা এবং সদ্যোজাত, আপাতত ভাল আছেন দু’জনেই। 


৫/ মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় গুলাম নবি 


কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রাক্তন কংগ্রেস নেতা, অধুনা ডেমোক্রেটিক আজাদ পার্টির প্রধান গুলাম নবি আজাদ। তাঁর দাবি, কলকাতা আর আগের মতো নোংরা শহর নেই। বরং পরিচ্ছন্নতার নিরিখে দেশের যে কোনও শহরকে টেক্কা দিতে পারে ‘সিটি অফ জয়’। কলকাতার স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও প্রশংসা ঝরে পড়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর গলায়।

 

৬/ জরিমানা বৃদ্ধিতে আয় বেড়েছে ১৪৪ কোটি, তবু হুঁশ নেই বেপরোয়া চালকদের

 

ট্র্যাফিক বিধিভঙ্গে জরিমানার অঙ্ক বৃদ্ধির প্রথম বছরেই কলকাতা ট্র্যাফিক পুলিশের আয় বাড়ল প্রায় ১৪৪ কোটি টাকা। যা নিয়ে রীতিমতো আলোচনা চলছে বাহিনীর অন্দরে। গত বছরের শেষ দিন পর্যন্ত পাওয়া এই হিসাব আগামী মার্চের অর্থবর্ষের শেষে কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়েই এখন চলছে আলোচনা। যদিও এর মধ্যেও প্রশ্ন উঠছে, জরিমানা প্রায় ১০ গুণ বৃদ্ধির পরেও গাড়ি বা মোটরবাইক চালকদের হুঁশ ফিরছে কই? প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটাচ্ছেন বেপরোয়া চালকেরা।

 

৭/ সাহায্য নিয়ে তুরস্কে গেল ভারতীয় বায়ুসেনার সপ্তম বিমান 


ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়া। সাহায্য নিয়ে তুরস্কে গেল ভারতীয় বায়ুসেনার সপ্তম বিমান। ‘অপারেশন দোস্ত’-এর অধীনে রবিবার সকালে আদানায় নেমেছে সেই বিমান। তাতে রয়েছে ভেন্টিলেটর, চিকিৎসা সামগ্রী, কম্বল, শুকনো খাবার। 


৮/ মেয়েদের আইপিএল নিলাম পরিচালনায় থাকছে বড় চমক 


মহিলাদের আইপিএলের নিলাম আয়োজিত হচ্ছে সোমবার। সেই নিলামে দেখা যেতে চলেছে অভিনব ঘটনা। এক মহিলাই থাকবেন ওই নিলামের দায়িত্ব।নিলামের দায়িত্বে থাকছেন মালিকা আদবাণী। তিনি মুম্বইয়ে থাকেন। মুম্বইয়ের মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্ট সংগঠনের কালেক্টর কনসালট্যান্ট হিসাবে যুক্ত রয়েছেন।পাশাপাশি চাকরি করেন আর্ট ইন্ডিয়া কনসালট্যান্টস ফার্মে।  ক্রিকেটারদের নাম তিনিই ডাকবেন এবং কোন দলে তিনি গেলেন, সেই ব্যাপারটিও তিনিই নিশ্চিত করবেন। 


৯/ টি২০ বিশ্বকাপে ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য দিল পাকিস্তান


মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান করল পাকিস্তান। অর্ধশতরান করলেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফ। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন আয়েশা নাসিম। ভারতের হয়ে ভাল বল করলেন রাধা যাদব। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে পাকিস্তান। 


১০/ নায়ক থেকে ফের গায়কের ভূমিকায় সলমন 


বছর কয়েক পরে বড় পর্দায় ফিরছেন সলমন খান। চলতি বছরের ইদে মুক্তি পেতে চলেছে ‘ভাইজান’-এর নতুন ছবি, ‘কিসি কা ভাই, কিসি কি জান’। খবর, ইদ উপলক্ষে অনুরাগীদের জন্য আরও এক চমক নিয়ে আসছেন ভাইজান। সূত্রের খবর, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে গানও গাইতে চলেছেন সলমন। ছবির অ্যালবামে থাকছে ‘নাইয়ো লগদা’ গানের অন্য একটি ভার্সন। খবর, সেই সংস্করণটি গাইবেন স্বয়ং সলমন। সেই গানে সুর করবেন হিমেশ রেশমিয়া।

You might also like!