Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( রবিবার , এপ্রিল ১০ ,২০২৩ )

dvbf
dvbf

 

1/জীবন্ত শিশুকে মৃত ঘোষণা ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালের, ৮ ঘণ্টা পলিথিনে মোড়া থেকে জীবন যুদ্ধে হার

ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে জীবন্ত শিশুকে মৃত বলে ঘোষণা করে প্রায় ৮ ঘণ্টা বিনা চিকিৎসা পলিথিনে মুড়ে রাখা ছিলসদ্যোজাত। কবর দেওয়ার আগে নড়ে ওঠে সে। তারপর ফের হাসপাতালে ভরতিও করা হয় একরত্তি। তবে শেষরক্ষা হয়নি। শেষমেশ রবিবার ভোরে মৃত্যু হয় সদ্যোজাতর। মৃতের পরিবারের দাবি, ঠিকমতো চিকিৎসা করলে একরত্তি বাঁচানো যেত। ন্যক্কারজনক এই ঘটনায় কাঠগড়ায় ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল সুপারের।


2/কিশনগঞ্জের আবগারি দফতরের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ গ্রেফতার ১

শনিবার রাতে কিশনগঞ্জের আবগারি দফতরের কর্মীরা ২৭ নম্বর জাতীয় সড়কে একটি বিহারের পূর্নিয়ার নম্বরের চারচাকার গাড়ি থেকে ৩২০ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে। এই মদ পাচারে ব্যবহৃত গাড়িটি সহ পাচারকারী সুমন কুমার জ্যাসওয়ালকে(২৫) ঘটনাস্থলে গ্রেফতার করা হয়। এই বিপুল পরিমাণ মদ উত্তরবঙ্গের রামপুর এলাকার থেকে বিহারের টিকাপট্টি এলাকায় পাচার করা হচ্ছিল। এই মদ পাচারের অভিযোগে ধৃতকে রবিবার আদালতের নির্দেশে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।


3/আবারও রাজ্য পুলিশের বাধার মুখে দিল্লি থেকে আসা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

আবারও রাজ্য পুলিশের বাধার মুখে দিল্লি থেকে আসা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রিষড়ার পর এবার হাওড়ার শিবপুরে যেতে বাধা কেন্দ্রীয় তথ্য অনুসন্ধানকারী দলের সদস্যদের। এলাকায় ১৪৪ ধারা জারির কথা জানিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে হাওড়ায় যেতে বাধা দেয় পুলিশ। যা ঘিরে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে দিল্লি থেকে আসা এই প্রতিনিধি দলের সদস্যদের।


4/রাতভর বৈঠক নিষ্ফলা, আন্দোলন প্রত্যাহারের আশ্বাস কুরমি সমাজের

দীর্ঘ ১০ ঘণ্টা বৈঠকের পরেও কোনও সমস্যার সমাধান হল না। গতকাল রাত ৮টার পর ৪ জেলার আদিবাসী কুরমি সমাজের নেতাদের নিয়ে বৈঠকে বসে পুরুলিয়া জেলা প্রশাসন। কিন্তু, রাতভর দফায় দফায় বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র মেলেনি। জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা করার বৈঠক থেকে উত্তেজিতভাবে বেরিয়ে যান কুরমি নেতারা।


5/আগামীকাল ১০ এপ্রিল অরুণাচলে অমিত শাহ, উদ্বোধন করবেন 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম' সহ বহু প্রকল্পের

আগামীকাল সোমবার অরুণাচল প্রদেশে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আনজাও জেলার কিবিথু গ্ৰামে 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম', ‘গোল্ডেন জুবিলি বর্ডার ইলুমিনেশন প্রোগ্রাম ’-এর অধীনে অরুণাচল প্রদেশ সরকারের নির্মিত নয়টি মাইক্রো হাইডেল প্রকল্প সহ লিকাবালি (অরুণাচল প্রদেশ), চাপরা (বিহার), নুরানাদ (কেরালা) এবং বিশাখাপত্তনমে (অন্ধ্রপ্রদেশ) পরিকাঠামো বাড়ানোর জন্য ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর বহু প্রকল্প উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


6/আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স বন্যপ্রাণী সংরক্ষণের একটি প্রচেষ্টা: প্রধানমন্ত্রী মোদী

প্রজেক্ট টাইগারের সাফল্য শুধু ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য গর্বের বিষয়। এবং এটি আমাদের জন্য আরও আনন্দের যে স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হওয়ার পরে বিশ্বের বাঘের জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ শুধুমাত্র ভারতে রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানেরও উদ্বোধন করেন।


7/ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শান্তির শর্ত দিলো রাশিয়া

 তুরস্ক প্রথম থেকেই চেষ্টা করে চলেছে আলোচনার টেবিলে বসিয়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানো। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পরে কিছুদিন তুরস্ক সরে থাকলেও আবার আন্তর্জাতিক মহলে তুরস্ক বড়ো ভূমিকা নিতে চলেছে। তুরস্কের বিদেশ দপ্তরের সঙ্গে শান্তি আলোচনা প্রসঙ্গে, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যে কোনো ধরনের শান্তি আলোচনা শুরু করতে হলে অবশ্যই নতুন বিশ্ব ব্যবস্থা সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেই সঙ্গে রাশিয়ার স্বার্থ ও উদ্বেগকে বিবেচনায় নিতে হবে। তিনি স্পষ্ট করে দেন,বিশ্বের উপর মার্কিনী দাদাগিরি বন্ধ না হলে রাশিয়ার পক্ষেও এই যুদ্ধ থেকে সরে আসা সম্ভব না।


8/আজ ভারতে আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা।

চার দিনের সফরে জাপারোভা ভারতের পররাষ্ট্র সচিব বিনয়মোহন কাওয়াত্রা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। অবশ্যই বৈঠকে দু'দেশের বাণিজ্য, শান্তি ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হবে।



9/আইপিএলে সবচেয়ে কম ম্যাচে ছয় হাজার রানের রেকর্ড ওয়ার্নারের

আইপিএল সবচেয়ে কম ম্যাচ খেলে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার। এ অর্জনে নাম লেখাতে তিনি খেলেছেন ১৬৫ ম্যাচ। সবমিলিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে তৃতীয় ব্যাটার ও প্রথম বিদেশি হিসেবে এ কীর্তি গড়েছেন অজি ক্রিকেটার।


10/কাঁথিতে আটকে রাখা হয়েছে মিউজিশিয়ানদের, ফেসবুকে মুক্তির দাবি লোপামুদ্রা-ইমনের

আইনকে থোড়াই কেয়ার! পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজের দাপট দেখাচ্ছেন এক প্রভাবশালী। সেই ব্যক্তিই সেখানে একদল মিউজিশিয়ান কে আটকে রেখেছেন বলেই অভিযোগ উঠেছে। তাঁদের থেকে দাবি করা হয়েছে মোটা অঙ্কের টাকাও। এবার মিউজিশিয়ানদের মুক্তির দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন ইমন চক্রবর্তী এবং লোপামুদ্রা মিত্র।

You might also like!