Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( সোমবার, এপ্রিল ৩,২০২৩ )

Today's top 10 (Monday, April 3, 2023)
Today's top 10 (Monday, April 3, 2023)

 

১/ ঝাড়খণ্ড থেকে পেশাদার খুনি ভাড়া করে এনে রাজু হত্যা 

শনিবার শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে রাজুকে গুলি করে খুন করেন নীল গাড়িতে করে আসা আততায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি করার পর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নীল গাড়ি নিয়ে পালিয়ে যান তাঁরা। পরে সেটি উদ্ধার হয় শক্তিগড় থানার কাছে।প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আততায়ীরা সুপারি কিলার। তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা। তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা খুনের পর ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছেন। তাঁদের খোঁজে জেলা পুলিশের একটি দল ওই রাজ্যের উদ্দেশে রওনা দিয়েছে।

২/ রামনবমীর মিছিল পাঁচ দিন কেন হবে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর 

তিথি পেরিয়ে যাওয়ার পরও কেন মিছিল হচ্ছে রামনবমীর? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমী উপলক্ষে বিজেপির মিছিল ঘিরে গত কয়েকদিনে অশান্তি হয়েছে হাওড়া এবং হুগলির কয়েকটি এলাকায়। গত বৃহস্পতিবার রামনবমীর দিন তো বটেই, তার তিন দিন পরে রবিবারও রামনবমীর মিছিলে অশান্তি হয়েছে হুগলির রিষড়াতে। জারি করতে হয়েছে ১৪৪ ধারা। হাওড়ায় অশান্তির পরেই মুখ্যমন্ত্রী ‘নাটের গুরুদের’ ধরা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তার পরেও রবিবার রিষড়ায় গণ্ডগোল হয়েছে। এর পরেই সোমবার মেদিনীপুরের খেজুরির প্রশাসনিক সভায় রামনবমী প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘দিনের দিন মিছিল করো। আমার কোনও আপত্তি নেই। আপত্তি করিওনি। কিন্তু রামনবমীর মিছিল পাঁচ দিন ধরে কেন হবে?’’

৩/ সিবিআই ‘ইনসাফ কা ব্র্যান্ড’, মন্তব্য প্রধানমন্ত্রীর

ন্যায় এবং সুবিচারের ‘ব্র্যান্ড’-এ পরিণত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যখনই কোনও দুর্নীতি হয়, তখনই সাধারণ মানুষের সিবিআইয়ের কথা মনে পড়ে। এমনকি পঞ্চায়েত স্তরেও কোনও দুর্নীতি হলে মানুষ সিবিআই তদন্তের দাবি জানান। সোমবার সিবিআইয়ের হীরক জয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

৪/ করাইকাল বন্দর অধিগ্রহণ করল আদানির সংস্থা 

করাইকাল বন্দর অধিগ্রহণ করল গৌতম আদানির সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনোমিক জোন লিমিটেড শনিবার তারা ঘোষণা করেছে, ১,৪৮৫ কোটি টাকা দিয়ে দেউলিয়া আইনে দক্ষিণের এই বন্দর তারা অধিগ্রহণ করেছে। এর ফলে দেশের ১৪টি বন্দর এখন আদানিদের দখলে।

৫/ বিপন্ন মল্লিকবাজারের ক্রিমেটোরিয়াম স্ট্রিটের ইতিহাস বহন করী ঐতিহাসিক গ্যাস চুল্লি

তখন কলকাতায় শব শুধুই কাঠে দাহ করা হত। বৈদ্যুতিক চুল্লি আসেনি। রাস্তাঘাটে আলোও জ্বলত গ্যাসেই। গ্যাস যদি রাস্তা আলোকিত করতে পারে, তা হলে সেই গ্যাসের সাহায্যে শবের সৎকার করা যাবে না কেন? এ রকমই ভাবনা থেকে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতার মল্লিকবাজারে ক্রিমেটোরিয়াম স্ট্রিটে গড়ে ওঠে গ্যাসের চুল্লি। সেই গ্যাস চুল্লি অস্তিত্বের লড়াই করছে। অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে ওই ঐতিহ্যশালী চত্বরে হতে চলছে অন্য নির্মাণের কাজ। ইতিমধ্যেই যার প্রতিবাদ জানিয়ে প্রশাসনিক স্তরে চিঠি লেখালেখি শুরু হয়েছে।

৬/শিশুদের কঠোর আইনি বেড়াজাল থেকে সরিয়ে নেওয়ার ভাবনা 

অনেকসময় শিশুরা অজান্তেই বড় অপরাধ ঘটিয়ে ফেলে। আর তার জেরে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় জড়িয়ে পড়তে হয় তাদের। বিচারপ্রক্রিয়ায় চলাকালীন মানসিক ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয় শিশুদের কে। দেশে প্রথমবার ইউনিসেফ এবং ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর সহযোগিতায় এদিন এক নতুন উদ্যোগ নেওয়া হয়। ২০১৫ সালের জুভেনাইল জাস্টিস অ্যাক্টের বিধান অনুসারে, ছোটখাটো অপরাধের অভিযোগে অভিযুক্ত শিশুকে নিয়মিত বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া যেতে পারে এবং শিশুটিকে বাবা-মা বা অন্য অভিভাবকের কাছে রেখে সমাজকর্মীদের সহায়তায় পুনর্বাসন করা যেতে পারে।

৭/ টুইটারের ব্লু টিক পেতে গাঁটের কড়ি খরচ করবে না হোয়াইট হাউস 

টাকা দিয়ে টুইটারের ব্লু টিক ‘অর্জন’ করবে না হোয়াইট হাউস।হোয়াইট হাউসের ডিজিটাল হেড রব ফ্ল্যাহার্টি গত শুক্রবার একটি মেল করে হোয়াইট হাউসের কর্মীদের জানিয়েছেন, টুইটারের নয়া বিধি অনুযায়ী আগের মতো কোনও ব্যক্তির সম্পর্কে সব তথ্য যাচাই করে ব্লু টিক দেওয়া হয় না। বরং যে কেউ পয়সা দিয়ে তা কিনতে পারে। তাই এই বিষয়ে আর এগোতে নারাজ আমেরিকার প্রেসিডেন্টের সচিবালয়। 

৮/ রোহিতদের হারিয়ে সাজঘরে গান ধরলেন কোহলি 

এখনও আইপিএল জেতা হয়নি কোহলির। আইপিএল ট্রফি ঢোকেনি বেঙ্গালুরুর ঘরেও। এ বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে লড়াই শুরু করেছেন কোহলিরা। প্রথম ম্যাচে রোহিত শর্মাদের বিরুদ্ধে ৮ উইকেটে জয় আসায় খুশি বেঙ্গালুরুর ক্রিকেটাররা। আইপিএলের সফলতম দলের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর সাজঘরে ফিরে আরও এক প্রস্থ উৎসবে মাতেন তাঁরা।নতুন গান তৈরি করিয়েছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ।ক্রিকেটাররা এক সঙ্গে গাইলেন দলের নতুন গান। জয়ের উৎসবেও নেতৃত্বে দিলেন কোহলি এবং ডুপ্লেসি।

৯/ ঘরের মাঠে দ্বিতীয় হার পিএসজির 

মাঠে ছিলেন লিয়োনেল মেসি। তাও ঘরের মাঠে হেরে গেল প্যারিস সঁ জরমঁ। রবিবার লিগ ওয়ানের ম্যাচে লিয়ঁর কাছে ০-১ ব্যবধানে হারল পিএসজি। এই নিয়ে চলতি মরসুমে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ হারলেন মেসিরা। 

১০/ ২৪ বছর পর একসঙ্গে ফ্রেমবন্দি ঐশ্বর্যা-সলমন 

এক সময় বলিপাড়ার চর্চিত জুটি সলমন খান এবং ঐশ্বর্যা রাই। দু’জনের সম্পর্ক জায়গা করে নিয়েছিল সংবাদ শিরোনামে। তবে এই বহুল চর্চিত জুটির প্রেম ভাঙে ২০০২ সালে। তারপর শুধুই তিক্ততা। প্রেম ভেঙে যাওয়ার পর সলমনের নাম পর্যন্ত মুখে আনেননি ঐশ্বর্য। তবে সম্প্রতি নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’-এর উদ্বোধনে, মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হন ঐশ্বর্যাও। গাঢ় সবুজ রঙের চুড়িদার, সঙ্গে মানানসই সাজে বরাবরের মতোই নজরকাড়া তিনি। সবুজ রঙের স্যুটে চিরকুমার সলমন অবশ্য এসেছিলেন একাই। অনুষ্ঠানের অন্দরের একটি ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানেই দেখা যাচ্ছে, নীতা অম্বানীর সঙ্গে ছবি তুলছেন শাহরুখ-সলমন। সেই ছবিতে নেটাগরিকরা খুঁজে পেলেন ঐশ্বর্যাকে। যেখানে সলমন ছবি তুলছিলেন তারই কিছু দূরে একটি টেবিলের কাছে মেয়ে আরাধ্যাকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। নিমেষে ছড়িয়ে পড়ল সেই ছবি।যদিও অভিনেত্রীর অজান্তেই তোলা হয়েছে সেই ছবি।

You might also like!