এই গল্প থেকে আমরা কি শিখতে পারি ?
আমাদের জীবনেও মাঝেমধ্যে এমন খারাপ কিছু হয় যার জন্য আমাদের মনে হয় আমার সঙ্গে এত খারাপ কি করে হতে পারে! দুনিয়ার সবথেকে দুর্ভাগ্যবান হয়ত আমিই। কিন্তু আসলে আমরা যেটাকে এত খারাপ ভাবি আসলে সেটা ততটাও খারাপ নয়, উল্টে এই খারাপের আড়ালেই ভালো কিছু আমাদের জীবনে হয়ে যায়, যা আমরা অনুভব করতে পারি না।
আর এটি বোঝার জন্য শুধুমাত্র সময়ের প্রয়োজন, সময় পেরিয়ে গেলে আপনি ঠিকই বুঝে যাবেন যে সেই খারাপের আড়ালে কি ভালোটি আপনার জীবনে ঘটে গেছে। আচ্ছা ভাবুন তো এমন কোনো ঘটনা যা আপনার সঙ্গে অতীতে ঘটে গিয়েছিল। আর তখন আপনার খুবই খারাপ লেগেছিল আর এখন ভাবুন তার জন্য আপনার কতটা ভালো হয়েছে বা কি কি ভালো হয়েছে বা ভালো হচ্ছে। তাই “যা হয় তা ভালোর জন্যই হয়।“