Country

9 hours ago

Vaishno Devi Yatra Remains Suspended: আবহাওয়ার উন্নতি হয়নি, পঞ্চম দিনের জন্য স্থগিত মাতা বৈষ্ণোদেবী যাত্রা

Vaishnov Devi Shrine
Vaishnov Devi Shrine

 

কাটরা, ৩০ আগস্ট : "টানা বৃষ্টিপাত ও ভারী বৃষ্টির কারণে শনিবারও স্থগিত রয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা। সম্প্রতিক বিপর্যয় ও খারাপ আবহাওয়ার কারণে শনিবার পঞ্চম দিনের জন্য স্থগিত রয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা। রমেশ শর্মা নামে এক পুণ্যার্থী বলেন, "আমি প্রতি বছর এখানে আসি। আমি মাতায় বিশ্বাস করি। দর্শন না করা পর্যন্ত আমি যাব না। এবার একটু কষ্ট রয়েছে, তবুও দর্শন না করা পর্যন্ত আমি ফিরব না। যত দিনই থাকতে হোক না কেন, আমি যাব। আমি প্রার্থনা করি মাতাজী যেন প্রাণ হারানোদের তাঁর পায়ের কাছে স্থান দেন এবং আহতদের সুস্থ করে তোলেন।"

You might also like!