নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : শুরু হল উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটপ্রক্রিয়া। মঙ্গলবারই জানা যাবে কে হতে চলেছেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি। বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ-র প্রার্থী হলেন সি পি রাধাকৃষ্ণন। আর ইন্ডি জোটের প্রার্থী হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। জয় নিয়ে আত্মবিশ্বাসী উভয় প্রার্থীই।
মঙ্গলবার সকাল ১০-টা থেকে শুরু হয়েছে ভোটপর্ব, বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ প্রক্রিয়া। ইতিমধ্যেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ও রাজ্যসভার সাংসদরাও ভোট দিয়েছেন। লোকসভার সদস্য সংখ্যা ৫৪২, রাজ্যসভার সদস্য সংখ্যা ২৩৯। গণনা শুরু হবে সন্ধ্যা ৬-টার পর।
পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই স্বাস্থ্য সংক্রান্ত কারণে গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। কেন তিনি হঠাৎ ইস্তফা দিয়েছিলেন, তাঁর শারীরিক সমস্যা কতটা গুরুতর, তা নিয়ে বিস্তর প্রশ্নও উঠেছিল। এরই মধ্যে পরের দিনই তাঁর ইস্তফাপত্র গৃহীতও হয়ে যায়। অবশেষে মঙ্গলবার ধনখড়ের উত্তরসূরি বেছে নিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।